আমাদের কথা খুঁজে নিন

   

ফরেক্স -২

প্রথমে কিছু কথা বলে নেই। ফরেক্স নিয়া business করার কোন ইচ্ছাই আমার নেই। ইচ্ছা থাকলে অফিস নিয়া বসে পড়তাম। ভাল লাগা থাকে পোষ্ট গুলো লিকছি। যখন ভাল লাগবে না , আর লিখব না।

আমার ইচ্ছা হল ,আমি যা জানি তা অন্যের কে জানানো যাই হোক মূল আলোচনায় আসি- সফল trader হওয়ার জন্য করনিয়-- ১/পিপ্স বানাতে হবে ২। পিপ্স ধরে রাখতে হবে ৩। বার বার পুনরাবৃতি করতে হবে কি trade করা হয়? সোজা কথায়ই মুদ্রা । মেজর currency আছে ৮ টি। নিচে দাওয়া হলো Symbol Country Currency Nickname USD United States Dollar Buck EUR Euro zone members Euro Fiber JPY Japan Yen Yen GBP Great Britain Pound Cable CHF Switzerland Franc Swissy CAD Canada Dollar Loonie AUD Australia Dollar Aussie NZD New Zealand Dollar Kiwi মনে রাখতে হবে যে মুদ্রার ১ম ২ অক্ষর দেশের নাম এবং শেষেটি মুদ্রার নাম যেমন US দেশের নাম এবং D মুদ্রার নাম Dollar মুদ্রা সবসময় pair বেচা কেনা হয়- মেজর pair - Pair Countries FX Geek Speak EUR/USD Euro zone / United States "euro dollar" USD/JPY United States / Japan " dollar yen" GBP/USD United Kingdom / United States "pound dollar" USD/CHF United States/ Switzerland "dollar swissy" USD/CAD United States / Canada "dollar loonie" AUD/USD Australia / United States "aussie dollar" NZD/USD New Zealand / United States "kiwi dollar" সবাই মুলত EUR/USD, EUR/GBP, GBP/USD এই pair নিয়ে trade করে।

কারন এই pair গুলো তে লাভ বেশী হয়। Dollar কে ফরেক্স মার্কেটের কিং বলা হয়। কারন-- ১। US economy হল সবচেয়ে বড় economy ২। সব দেশের reserve currency ৩।

হল সব চেয়ে বড় financial মার্কেট ৪। সব চেয়ে বড় military superpower ফরেক্স trade করার ৩ টি উপায় আছে-- ১। স্পট মার্কেট-তাড়াতাড়ি কিনে তাড়াতাড়ি বিক্রি করে দাওয়া ২। future/ভবিৎসত মার্কেট-ভবিৎসতে trade করার জন্য ৩। অপশন- ফরেক্স মার্কেট প্লেয়ার/কারা নিয়ন্ত্রন করে ১।

সুপার ব্যাংক গুলো- UBS, Barclays Capital, Deutsche Bank ২। বড় Commercial Companies ৩। সরকার এবং Central ব্যাংক গুল--European Central Bank, the Bank of England, and the Federal Reserve, ৪। স্পেকুলেটর-যারা খুব দ্রুত মার্কেটে ঢুকে এবং প্রফিট করা বের হয়ে আসে বাংলাদেশি সময়ে ফরেক্স মার্কেট -- আজ এখানেই শেষ-- আগের পোষ্টটি Click This Link আমার ইয়াহু মেসেজ্ঞার গুগল টক ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.