আমাদের কথা খুঁজে নিন

   

ফরেক্স

কথা বহুল প্রচলিত। একটি উদাহরন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনি ইন্ডিয়া যাচ্ছেন। ইন্ডিয়ায় যাওযার পর বাংলাদেশি টাকার কোন মুল্য থাকবে না। ওখানা কোন কিছু কিনতে হলে আপনাকে বাংলাদেশি টাকাকে ইন্ডিয়ান রুপী তে exchange করে নিতে হবে।

আপনি যে কোন ব্যাংক/exchange হউজ থেকে exchange করে নিতে পারবেন। এই বেচা কেনার মধ্যে ব্যাংক/exchange হউজের কিছু লাভ হবে। আর ফরেক্স trading এ আপনি ব্যাংক /exchange হউজ হিসেবে কাজ করবেন এবং কিছু লাভ্যাংশ আপনার হবে। ব্যাবসায়িক উদ্দেশ্যে/বাক্তিগত আয়ের উৎস হিসেবে ফরেক্স -- ব্যাবসায়িক উদ্দেশ্যে/বাক্তিগত আয়ের উৎস হিসেবে ফরেক্স যে কেউ ফরেক্স trading করতে পারেন। তবে কিছু নিয়ম মেনে চলতে হবে ।

তাহলেই আপনি একজন সফল trader হতে পারবেন.নিয়ম গুলো হল- ১। লোভ কম করতে হবে ২। বেশী বেশী trade করা যাবে না ৩। ভাল ভাবে বুঝে Analysis করে trade করতে হবে ৪। কখন বেশী রিস্ক নেয়া যাবে না ৫.demo trade করতে হবে একটু বুঝে trade করলে যে কেউ দিনে 15/20$ আয় করতে পারবেন।

টাকা এবং রিস্ক নেয়ার উপর আয় depend করে কী কী লাগবে ১। দ্রুত গতির ইন্টারনেট কানেকশন ২। একটি লেপ্টপ/ডেক্সটোপ ৩। আপনার মুল্যবান ১ ঘন্টা সময় ৪। আর ১০০ $ প্রায় ৮০০০ টাকার মত পুজি অনেকে বলে ২০/২৫ $ দিয়ে ফরেক্স trade করা যায়।

শুরু করে কি লাভ যদি trading continue না করতে পারেন। লেভারেজ এর কারনে আপনার account 2 /4 দিনের মধ্যেই 000 হয়ে যাবে ইসলামের দৃষ্টিতে ফরেক্স- অনেকের মনে একটি প্রশ্ন থাকে ফরেক্স কি হালাল না হারাম। তাদের বলছি। মুসলমানদের দিকে দৃষ্টি রেখে ফরেক্স ব্রকার হউজ গুলো ২ রকম account খোলার বাবস্তা রেখেছে । সুদ সহ এবং সুদ মুক্ত ।

নিশ্চিন্ত মনে সুদ মুক্ত account করে trade করতে পারেন । আর আমার জানা মতে সুদ মুক্ত যে কোন সৎ ব্যাবসাই হালাল। কেন ফরেক্স trade করবেন- ১। কম সময় দিতে হয়। ২।

যে কোন জ়ায়গা থেকে trade করতে পারবেন। ৩। কোন middle man নাই তাই লাভ্যাংশ ভাগ করার দরকার নাই ২। শেয়ার মার্কেটের মত কোন ফিক্সড লট নাই ৪। ২৪/৫ মার্কেট খোলা থাকা ptc বনাম ফরেক্স প্রচুর ধোয ও সময় নস্ট হয়।

ফরেক্সে কম সময় লাগে প্রচুর পরিশ্রম। forex এ তুলনা মূলক কম প্রচুর scam site. forex এই ঝামেলা নাই প্রচুর রেফারেল দরকার হয়। যা পাওয়া যায় না। ফরেক্স এই ঝামেলা নাই google adsence বনাম ফরেক্স blogspot থেকে এখন আর adsence account করা যায় না। যে কেউ ইচ্ছা করে /শত্রুতা করে আপনার account ব্যান করা দিতে পারে ।

ফরেক্স এই ঝামেলা নাই গুগোল আর বিভিন্ন terms and condition এর কারনে $ জমানোর পরাও bann হয়ে যায় বাংলাদেশ এবং ইন্ডিয়া কে adsence black zone হিসাবে চিন্হিত করা microwork site বনাম ফরেক্স- অনেক সময় লাগে cash out করতে। ফরেক্সে এই ঝামেলা নাই ব্রকার হউজ গুলো ইন্টারন্যাশনাল ডেবিট কাড দিয়ে দেয় microworksite এ কাজের পারিস্রমিক অনেক কম। শেয়ার মার্কেট বনাম ফরেক্স- ২৪ ঘন্টা মার্কেট না। ফরেক্সে ২৪ ঘন্টা মার্কেট এবং ৫ দিন ফরেক্স মার্কেট কোন বাক্তি /প্রতিস্ঠানের পক্ষে control করা possible না। তাই কখন মার্কেট ধস হওয়ার সম্ভবনা নাই।

শেয়ার মার্কেটের মত কোন ফিক্সড লট নাই নিজা নিজাই করতে পারবেন। ব্রকার হউজে গিয়ে বসে থাকতে হবে না। আমার ইয়াহু মেসেজ্ঞার গুগল টক ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.