আমাদের কথা খুঁজে নিন

   

ফরেক্স কি, শিখতে কোথায় যাব?ফ্রী ফরেক্স শিখুন

ফরেক্স কি, শিখতে কোথায় যাব? কতদিন লাগবে? কত টাকা আয়ের গ্যারান্টি? কত ইনভেস্ট করতে হয়? ইনভেস্ট ছাড়া কি ট্রেড করা সম্ভব? প্রফেশন হিসেবে কেমন, সবাই কি পারবে?
মুল আলোচনায় যাওয়ার আগে হালকা একটু জেনে নেয় ফরেক্স কি এর কি কি সুবিধা আছে এবং প্রফেশন হিসেবে এটা কেমন হতে পারে। বিষয়টা আসলে শেয়ার করছি অনেকজানার ভেতর সামান্য অজানার তাগিতে, বেশ কদিন ধরে একটা প্রশ্ন ফেইস করছি অনেকে ফরেক্স, ফরেক্স শব্দটা শুনতে শুনতে বিরক্ত, যে ফরেক্স শিখতে কোথায় যাব? অনেকে অনেক ধরনের সুবিধার কথা বলছে, কেউ কেউ বলছে ট্রেনিং করলে নিশ্চিত আয়, আবার এটাও অনেকে বলছে মাসে ৫০,০০০-৭০,০০০ টাকা সহ আনলিমিটেড আয়ের ব্যবস্থা ,আবার এমন কাউকে শো করছে যারা নাকি প্রতিমাসে ১,০০,০০০(এক লক্ষ) টাকার চেয়ে বেশী ইনকাম করে ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে। সব মিলিয়ে বিষয়টা অনেকের কাছে এখনো অস্পষ্ট। তাই আমার ফরেক্স ট্রেডিং এর অভিজ্ঞতা এবং উপরোক্ত সমস্যা ও সম্ভাবনাগুলোর যথাযথ সমাধানের চেষ্টায় এই অভিপ্রায়। আশা করছি আপনাদের ফরেক্স ট্রেডিং অভিজ্ঞতা ও শেয়ার করবেন।

তাতে করে মিনিমাম একটা লাভ যে নতুনরা মিসগাইড হবে না।
ফরেক্স কিঃ
নতুন ভাবে মনে হয় কাউকে বোঝানোর দরকার নেই যে ফরেক্স কি তারপরও আলোচনার স্বার্থে এবং একেবারে নভিস যারা তাদেরকে বলছি; ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়। আর এই মার্কেটে ট্রেডিং সুবিধাগুলোও নতুনরা একবার জেনে নিতে পারেন।
ফরেক্স শিখতে কোথায় যাব? খুব সহজ উত্তর হল কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন। আসুন এইবার একটু গভীরে যায়।

ট্রেনিং সেন্টারে গিয়ে ফরেক্স শিখলে কেমন হয়। বর্তমানে আমাদের দেশে মোটামুটি সব ফরেক্স ট্রেনিং সেন্টারের সাধারণ ফরেক্স ট্রেডিং এর ট্রেনিং ফি ৮,০০০-১০,০০০ টাকার মধ্যে। সময় ২-৪ সপ্তাহ। ভালো। কোন বিষয় সম্পর্কে ভালো ভাবে জানতে হলে ট্রেনিং আর কোন বিকল্প নেই।

নিজে নিজে সবাই সব কিছু পারে না। ট্রেনিং সেন্টারের এই এক মাসের ট্রেনিং এ আপনি ফরেক্স ট্রেডিং রাজ্য একটু পা দিলেন এখন বাকি কাজ আপনার, নিয়মিত অধ্যায়ন এবং চেষ্টায় আপনাকে একজন ট্রেডার রুপে গড়ে তুলতে পারে। সে জন্য দরকার লম্বা একটা সময় নিয়ে অনুশীলন শুরু করা। আর এই কাজটি করতে আপনি ট্রেনিং সেন্টারে জেতে বাধ্য নন, আপনি চাইলে নিজে নিজে বিষয়টা আয়ত্তে আনতে পারেন। তবে রেডিমেইড হলে সময়টা কম লাগে।

খেয়াল করুন প্রথমত ফরেক্স কোন ডাক্তার দ্বারা বানানো কোন বড়ি নয় যে এক নিমিষে গুলিয়ে গেয়ে নিলেন অথবা এমন কোন প্যাকেজ নয় যে এক মাসের মধ্যে সব বুঝে গেলেন। ফরেক্স হল একটা “ লং টাইম লার্নিং প্রসেস ফর লাইফ টাইম এন্ড লাইভ আর্নিং ”। অল্প বিদ্যা যেমন ভয়ংকর তেমনি সামান্য কদিনের প্রচেষ্টায় বিষয়টি আয়ত্তে আনার চিন্তাও তেমনি ভয়ংকর।
Trader Technology Ltd. বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ফরেক্স প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩ বৎসর যাবত বিভিন্ন শ্রেণীর মানুষকে ফরেক্স প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য বাংলাদেশ সেয়ার বাজারের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের লাভজনক ট্রেডিং সংকেত প্রদান এবং সুন্দর অর্থ ব্যবস্থাপনা নীতির মধ্যমে তাদের ব্যবসার পুঁজি রক্ষা করে বাজার থেকে গড় আয় অর্জন করতে সাহায্য করা। ফরেক্স ব্যবসা একটি যথেষ্ট ঝুকিপূর্ণ ব্যবসা । যারা ফরেক্স ব্যবসা এর যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন, Trader Technology Ltd. শুধুমাত্র তাদের ফরেক্স ব্যবসা শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে। ফরেক্স ব্যবসা সম্পর্কে কোন লোভনীয় বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। আপনার লস করার সামর্থ্য না থাকলে বিনিয়োগ করা উচিত নয়।


Trader Technology Ltd. বিভিন্ন শ্রেণীর মানুষকে ফ্রী ফরেক্স প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এবং প্রশিক্ষণ শেষে আপনাকে ট্রেড করার জন্য ফ্রী 10$ দিচ্ছে। অফারটি পেতে আপনাকে রেজিস্টার করতে হবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট এ অথবা যোগাযোগ করুন প্রতিষ্ঠানটির অফিসিয়াল ঠিকানাতে।
 
ওয়েবসাইঃ http://www.iConTrader.com
ঠিকানাঃ বাসা # ২৬, রোড # ৪, মুনসুরাবাদ হাউসিং , আদাবর, ঢাকা
মোবাইলঃ ০১৯৭৫০০১৭১৭
আপনি যদি সত্যি ফরেক্স-এ ভাল ভাবে ট্রেড শিখতে চান এবং ইনভেস্ট করার সামর্থ্য নাই বা ইচ্ছা থাকলেও পারছেন না তাহলে তবে যোগাযোগ করুন প্রতিষ্ঠানটির অফিসিয়াল ঠিকানাতে খুব তারাতারি।
 
সবাইকে ধন্যবাদ

সোর্স: http://www.techtunes.com.bd/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.