আমাদের কথা খুঁজে নিন

   

কুকুরের পেছনে বছরে নাকি ৫০০০ কোটি ডলার ব্যয়...আমেরিকানদের কান্ড

বাংলাদেশের মাটি দিয়ে গড়া এক মানুষ অনেক দেশের মানুষ দু'বেলা দুমুটো খেতে পারে না। অভাবের তাড়নায় অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়..সেখানে যদি এমন একটি খবর বেরোয় যে আমেরিকানরা কুকুরের পেছনে ব্যয় করে ৫০০০ কোটি ডলার, তাহলে এসব মানুষকে কি বলবো। দি আমেরিকান পেট প্রোডাক্ট এসোসিয়েশন নামের একটি সংগঠন ২০১১ সালে পোষা প্রানীর পেছনের খবর জানাতে গিয়ে বের করেন, কুকুরের পেছনে তাদের ব্যয় বছরের ৫০০০ কোটি টাকা! তাদের পরিপাটি করে সাজানো, তাদের বিছানা, খাদ্য সব কিছুর জন্য নাকি এ ব্যয়। ২০১২ সালে এটি নাকি ৭০০০ কোটি টাকা ছাড়াবে। শুধু এগুলো নয়, এখন নাকি পোষা প্রানীর জন্য বীমা করারা হিড়িক পড়েছে। এরই মধ্যে বছরে ৪৫ কোটি টাকার বীমার খবরও এসেছে। পোষা কুকুরের জন্য দামী পোষাক কেনা, বাহারী কস্টিউমও কেনার জন্য হন্য হয়ে তারা ঘুরে। নিজের পোষা প্রানীর জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেও আলসেমি করে না...তাদের এসব কান্ড দেখে হাসবো না কাদঁবো ভেবে পাচ্ছি না..


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।