আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাচ রিপোর্টঃ পোলার্ড ঝড়ে নাকাল অস্ট্রেলিয়া

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা মূল রিপোর্টটি পড়ুন এখানে সিরিজ শুরুর আগে কে জানত ওয়েষ্ট ইন্ডিজের কাছে টানা দুম্যাচ হেরে যাবে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ম্যাচে কা্ইরন পোলার্ডের শতকের উপর ভর করে ওয়েষ্ট ইন্ডিজের করা ২৯৪ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করে ২৫২ রান। ৪২ রানে হেরে ৫ ম্যাচের সিরিজে ২-১ এ পিছিয়ে যায় তারা। টসে হেরে ব্যাটিং করতে নেমে জনসন চার্লিস এবং আদ্রিয়ান বারাথ মিলে ৫৬ রান তুলেন। ক্যারিবীয় শিবিরে প্রথম আঘাত হানেন ক্লায়েন্ট ম্যাকাই।

বারাথকে ফিরিয়ে দেন তিনি ব্যাক্তিগত ৪১ রানের মাথায়। ছোট ছোট জুটিতেই এগিয়ে যাচ্ছিল ক্যারিবীয়ানরা। ড্যারেন ব্রাভোর ২৫, জনসনের ৩৫ রান করার পরও ৩৫ ওভারে মাত্র ১৪৬ রানে ৫ উইকেট পড়ে যায়। তখনই নতুন গল্পের শুরু হয়। গল্পের বাকি অংশের নায়ক দানব কাইরন পোলার্ড।

প্রথমে আন্দ্রে রাসেলকে নিয়ে চাপ সামাল দিলেন অসি বোলারদের উপর ঝড় বইয়ে দিয়ে। ৩৪ রান করা রাসেলকে ফিরেয়ে দেন শেন ওয়াটসন। বাকি পথ পাড়ি দিলেন ড্যারেন সামিকে নিয়ে। ইনিংসের শেষ ওভারে পোলার্ড সেঞ্চুরী তুলে নেন। সেঞ্চুরী করেই ব্রেট লির বলে ফিরে যান।

৭০ বলে ১০২ রানের ইনিংসে পোলার্ড ছক্কা মেরেছেন আটটি, চার মেরেছেন ৫টি। পুরো ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ওয়েষ্ট ইন্ডিজ ২৯৪ রান করেন। লি, ওয়াটসন এবং ডোহার্টি দুটি করে উইকেট নেন। সেন্ট লুসিয়ার এই মাঠে ২০০৪ সালে সর্বশেষ ইংল্যান্ড ২৮৪ রান তাড়া করে জিতেছিল। এটাই এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।

২৯৫ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ১ রানে হার্ডহিটার ওয়ার্নারকে বিদায় করে দেন ডোয়াইন ব্রাভো। অন্য ওপেনার ওয়াটসনকে ব্যাক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরান স্যামি। ফরেস্টের দ্রুত বিদায়ের ফলে অস্ট্রেলিয়া ৬২/৩ হয়ে যায়। এরপর বেইলী এবং মাইক হাসি জুটি গড়ে চাপ সামাল দিয়ে ভয়ংকর হয়ে উঠার আগেই জুটি ভাঙেন আন্দ্রে রাসেল।

মাইক হাসি এবং ওয়েডের অর্ধশতকেও শেষ রক্ষা হয়নি অসিদের। ৪৬.৩ বলেই গুটিয়ে যায় ২৫২ রানে। মাইক ৫৭ এবং ওয়েড ৫৯ রান করেন। রোচ, ব্রাভো, স্যামি এবং রাসেল দুটি করে উইকেট নেন। ওয়েষ্ট ইন্ডিজ ম্যাচে জিতে নেয় ৪২ রানে।

আগের ম্যাচ টাই হওয়াতে অস্ট্রেলিয়ানদের হাতে সিরিজ জেতার সুযোগ নেই। শেষ ম্যাচ জিতলে সিরিজ ড্র করতে পারবে তারা। ম্যান অব দ্যা ম্যাচ ৭০ বলে ১০২ রান করা কাইরন পোলার্ড সংক্ষিপ্ত স্কোরঃ ওয়েষ্ট ইন্ডিজঃ ২৯৪/৭ (পোলার্ড ১০২)ওয়াটস ৫৫/২ অস্ট্রেলিয়াঃ ২৫২/১০ (ওয়েড ৫৯)রাসেল ৩৪/২ মূল রিপোর্টটি পড়ুন এখানে আরো পড়ুন >> ভক্তকে ঘুষি মারলেন আফ্রিদী! (ভিডিও সহ) গিলক্রিস্ট, একাধারে কোচ এবং অধিনায়ক! অলরাউন্ডার ম্যাথিউসের বোলিং ক্যারিয়ার ঝুঁকিতে! শুভ জন্মদিন সাকিব আল হাসান বাংলাদেশ ছিলো ফেবারিট, আন্ডারডগ নয়! স্বপ্নভঙ্গের ফাইনালঃ টুকরো ছবি বাংলাদেশের প্রতি ব্রায়ান লারার উৎসাহ আমি কখনো স্বপ্নেও ভাবিনি বার্সেলোনার শীর্ষ গোলদাতা হবোঃ মেসি  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.