আমাদের কথা খুঁজে নিন

   

জাতিসংঘের ইন্টার্নশিপে ভিয়েনা যাচ্ছি

সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ তারিখে চলে যাচ্ছি ভিয়েনা,অস্ট্রিয়ায় চার মাসের ইন্টার্নশীপের জন্য।জাতিসংঘের মাদক ও অপরাধ প্রতিরোধ অফিসের(UNODC-United Nations Office on Drug and Crime Prevention),সন্ত্রাসবাদ প্রতিরোধ বিভাগে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে(TPB-Terrorism Prevention Branch)।গতকাল D ভিসা পেলাম,আর আমাকে এপ্রিলের ২ তারিখ থেকে কাজে লাগতে হবে।আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এবং পুলিশ সায়েন্স(Department of Criminology and Police Science) বিভাগ থেকে অনার্স শেষ করেছি এবং মাস্টার্স শেষের পথে।মাস্টার্সের শেষ সেমিস্টার চলছে যেটা ইন্টার্নশীপ ও থিসিসের জন্য বরাদ্দ।এই ইন্টার্নশীপের জন্যই আমি UNODC এর হেড অফিসে তিন মাস আগে এপ্লাই করেছিলাম এবং সৌভাগ্যবশত নির্বাচিত হয়ে্ছি।জাতিসংঘে ইন্টার্নশীপের জন্য কিভাবে এপ্লাই করতে হয়,এবং কি কি লাগতে পারে এ বিষয়ে ইচ্ছা আছে শীঘ্রই একটি পোষ্ট দেওয়ার,এছাড়া অষ্ট্রিয়া ভ্রমনের অভিজ্ঞতাও শেয়ার করব।দোয়া করবেন,আমি যেন ঠিকভাবে সবকিছু সম্পন্ন করতে পারি আর আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.