আমাদের কথা খুঁজে নিন

   

সাক্ষাৎকার : মীর সাব্বির (তারকার সারাদিন)

অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। অভিনয় দিয়ে শুরু করলেও এখন সমান আলো ছড়াচ্ছেন নির্মাণেও। প্রিয় শিল্পাঙ্গন ছাড়াও সময় কাটাতে ভালোবাসেন পরিবারে। একান্ত আলাপচারিতায় জানিয়েছেন সারাদিনের ব্যস্ততা, ভালোবাসা আর স্বপ্নের কথা। তা-ই জানাচ্ছেন হুসাইন আজাদ পরিশ্রম আর ঐকান্তিকতা একজন মানুষের সম্মুখে এগোবার পথকে মসৃণ করে দেয়।

এর সাথে যদি যোগ হয় মেধা- তবে সাফল্যের এভারেস্টে আরোহনও সহজসাধ্য হয়ে যায়। বাংলাদেশী শিল্পাঙ্গনের প্রিয়মুখ মীর সাব্বির এ তিন গুণে এগিয়ে চলেছেন তাঁর স্বপ্নীল দুর্গ-পানে। নাট্যাভিনয় দিয়ে শুরু করলেও মেধার গুণে রুপালি পর্দায়ও কাটাচ্ছেন এখন ব্যস্ত সময়। নাটকের গল্প রচনা ও পরিচালনায় এ নাট্যজগতে সৃষ্টি করেছেন ভিন্নমাত্রা। প্রায় ১২ বছরের বর্ণিল পর্দার জীবনে ভক্তদের হৃদয় ছুঁয়েছেন ‘পুত্র’, ‘কদম চোরা’, ‘মকবুল’, ‘কাঁচা গাব পাকা গাব’, ‘সুমন রাজন মোহন’, ‘আলাল দুলাল’, ‘ছায়াঘাতক’, ‘কেমন আছো বন্ধু’, ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়, ‘বরিশাল বনাম নোয়াখালী’, ‘বরিশাল বনাম নোয়াখালী শুভবিবাহ’, ‘নন্দিনী’, ‘সবুজ নক্ষত্র’, ‘ধুপছায়া’, ‘গল্প’, ‘প্রজাপতি মন’, ‘জোড়া শালিক’ ‘ট্যুরিস্ট’ প্রভৃতি উল্লেখযোগ্য নাটক উপহার দেয়ার মাধ্যমে।

দর্শকের ভালোবাসার প্রতিদান দিতে আরও নিয়ে আসছেন ‘নোয়াশাল’ ও ‘ফুলঝুরি’। ছোট পর্দা বড় পর্দা সবখানেই উজাড় করে দিচ্ছেন নিজের সব সামর্থ্য আর ভালোবাসা। শত ব্যস্ততার মাঝেও পরিবারের প্রিয় মুখগুলিকে সময় দিতে ভুলেন না মীর সাব্বির। মীর সাব্বিরের সারাদিনইতো কাটে প্রিয় শিল্পাঙ্গন আর পরিবারকে ঘিরে। দিন শুরুর গল্প ঘুম থেকে যত তাড়াতাড়ি ওঠা যায় দিনটা কাজের জন্য তত বড় হয়ে যায়।

সে কাজটি করেন বুদ্ধিমান মীর সাব্বিরও। ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার মধ্যে বিছানা ছাড়েন এ সময় সচেতন অভিনেতা। ঘুম থেকে উঠেই স্বাস্থ্য সচেতন সাব্বির বের হন মর্নিং ওয়ার্কে। জগিংয়ের মাধ্যমে সারাদিনের ব্যস্ততার জন্য নিজের স্বাস্থ্যকে প্রস্তুত করে নেন। সচেতন অভিভাবক হিসেবে সন্তানদের স্কুলে পৌঁছে দেন সাব্বির।

এর মধ্যেই চলে ফ্রেশ হওয়ার কাজ এবং নাস্তাপর্ব। পত্রিকার পাতা উল্টিয়ে দেশ-দশের খবর নিতেও ভুলেন না সাব্বির। এরপর প্রস্তুতি নেন শুটিং স্পটের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার জন্য। শুটিংয়ের প্রয়োজনীয় সামগ্রীসহ বের হন ভালোবাসার কাজের উদ্দেশ্যে। মধ্য দিনের গল্প যে দিন থেকে এ শিল্পাঙ্গনে পা রেখেছেন সে দিন থেকেই ইচ্ছে এ শিল্পাঙ্গনকে কিছু দেয়ার।

তাইতো নিজের কাজের প্রতি এতটুকুন অমনোযোগী হন না সাব্বির। শুটিংস্পটে কিংবা কাজের প্রতি সবসময়ই সিরিয়াস এ পরিশ্রমি অভিনেতা ও নির্মাতা। কাজের ফাঁকে সময় করে শুটিং স্পটেই সেরে নেন দুপুরের খাবার। অর্থাৎ যতক্ষণ শুটিংয়ে থাকেন ততক্ষণ খাওয়া দাওয়া-নাস্তা শুটিং স্পটেই সারেন। শুটিংয়ের ফাঁকে ফাঁকে সহযোগী শিল্পীদের সাথে আড্ডায় আড্ডায় কাজের মজা-অভিজ্ঞতা প্রভৃতি ভাগাভাগি করতে ভালোবাসেন সাব্বির।

শরীরের উপর খুব বেশি ধকল গেলে খানিকটা জিরিয়েও নেন সাব্বির। চরিত্রসংশ্লিষ্ট মেকাপটাও সেরে নেন এ সময়ে। দিন শেষের গল্প সারাদিনের কাজ কর্ম সেরে বাসায় ফেরেন এ পরিবারপ্রিয় মানুষটি। তবে কাজ অসম্পূর্ণ রেখে বাসায় না ফিরতেই চেষ্টা করেন সাব্বির। বাসায় এসে রাতের খাবার সেরে টিভি দেখেন টিভি পর্দার এ প্রিয়মুখ।

নাট্য নির্মাণে ভক্তদের অসামান্য ভালোবাসা পাচ্ছেন বলে নতুন গল্প রচনার জন্যও এ সময়টিকে বেছে নেন এ সফল নির্মাতা। অবসরের ফাঁকে কাজে কাজে এক্কেবারে যান্ত্রিক হয়ে যাওয়াটাও মীর সাব্বিরের অভিধানে নেই। তাইতো শুক্রবারটায় কোনো কাজ হাতে রাখেন না সাব্বির। এ দিনটা শুধুই পরিবারের জন্য, সন্তানের জন্য। পরিবারের কোন কিছু প্রয়োজন পড়লে এ দিনে তা সারানোর চেষ্টা করেন সাব্বির।

সারাদিন বাসায় থেকে পরিবারের সদস্যদের সাথে ভাব বিনিময়-নিজস্ব পরিকল্পনা বিনিময় করেন আড্ডায় আড্ডায়। বিকেল বেলা পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতেও বের হন সাব্বির। ফেসবুক সময় কাটাতে উপভোগ করেন না বলে ফেসবুক ব্যবহার করেন না মীর সাব্বির। তবে তাঁর প্রিয় বন্ধু-বান্ধবেরর সাথে সময় করে শুক্রবারেই আড্ডা দিতে চেষ্টা থাকে প্রাণোচ্ছল আড্ডার মধ্যমণি সাব্বিরের। হয়তো কখনো বন্ধুর বাসায়ই চলে যান সাব্বির কিংবা কেউ চলে আসেন সাব্বিরের আসায়।

অবসরটাকে আড্ডায় মাতিয়ে পরিবেশকেও আড্ডাবাজ করে তোলেন সাব্বির। যা কিছু প্রিয় অভিনয় দক্ষতায় সাব্বির হয়েছেন ভক্ত মনের প্রিয় মানুষ। তবে সাব্বিরেরও রয়েছে কিছু প্রিয় বিষয়। প্রিয় রঙের কথায় সাব্বির জানালেন সাদা-কালোর প্রতি তাঁর দুর্বলতার কথা। বাসায় থাকলে গেঞ্জি আর বাইরে থাকলে টি-শার্ট ও জিন্স তাঁর প্রিয় পোশাক বলে জানান এ সুদর্শন অভিনেতা।

তবে প্রিয় রঙ আর পোশাক যা-ই হোক না কেন চরিত্রের কারণে সব রকমের পোশাকই পরতে স্বাচ্ছন্দবোধ করেন সাব্বির। সাব্বিরের প্রিয় খাবারের তালিকায় রয়েছে ভাত, মাছ, আলু ভর্তা, ডাল এবং শুক্রবারে খিচুড়ী। সাব্বিরের প্রিয় মানুষ বা আদর্শের কথায় গর্বমাখা স্বরে বললেন প্রিয় মা-বাবার কথা। প্রিয় বন্ধু হিসেবে পেয়েছেন স্ত্রীকে। সন্তানদের সাথে ইদানীং বন্ধুটা আরও জমে উঠছে সাব্বিরের।

শোবিজকে ভালোবেসে শোবিজে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন এমন স্বপ্নবাজ তরুণদের উদ্দেশ্যে সাব্বিরের পরামর্শ-নিজের যে কোনো কাজকেই মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে করতে হবে। একটি কাজের প্রতি যত বেশি মায়া থাকবে, যত বেশি ভালোবাসা-আবেগ থাকবে সে কাজটি ততবেশি ভালো হবে। তরুণরা যেন কাজের প্রতি দায়বদ্ধতার সাথে ভালোবাসাও যোগ করেন। অনেক বেশি ভালোবাসতে হবে কাজকে। আর কাজকে ভালোবাসলে কাজও তেমন প্রতিদান দেবে নিশ্চয়।

যে কোনো ভালো কিছুকেই ভালোবাসেন মীর সাব্বির। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানালেন সে কথা; যা কিছু ভালো তার সাথে আমি থাকতে চাই। দর্শকদের ভালো নাটক-ভালো কাজ উপহার দিতে চাই। ভালোকে ভালোবেসেছেন বলেই আলো ছড়িয়ে মীর সাব্বির আজ স্বপ্নবাজদের স্বপ্ননায়ক। একাগ্রতা, ঐকান্তিকতা, পরিশ্রম আর মেধার গুণে মীর সাব্বির নাট্যাঙ্গনের ইতিহাসজয়ী নায়কদের কাতারে স্থান করে নেবেন-এমনটি মনে করছেন শোবিজপ্রিয় মানুষরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.