আমাদের কথা খুঁজে নিন

   

সাক্ষাৎকার সবাই দিতে পারে, কিন্তু আমি সাক্ষাৎকার দিয়া বোকা হয়ে গেছিলাম

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

হঠাৎ একদিন আমার জিমেইলে একটা মেইল আসলো। মেইল পাঠাইছে হুহাব থিকা। আমি প্রথমে ভাবলাম স্প্যাম। সন্দেহ নিয়া খুললাম।

দেখি লেখা : Hi, mahbub morshed We are contacting you because we have seen references about your work online. We would like to include you in our directory of interviews with professionals. We invite you to take part in this interview. It is free. You will also be able to include any web links to samples of your work on the internet. To start the interview just go to this web address and start responding to questions: http://www.whohub.net/interview/JOURNALISM http://www.whohub.net/interview/BLOGGER Here, you can find some examples from other professionals: http://www.whohub.net/en/authors.php Best Elsa Wide Whohub is a directory of interviews with professionals in the fields of communication, arts, technology, and marketing. This invitation is sent only once. আমি তো ভাবলাম কেউকেটা হয়া গেছি। তাই নাওয়া খাওয়া বাদ দিয়া ওদের লিঙ্ক ধইরা গিয়া সাক্ষাৎকার লিখলাম। ভুলভাল ইনজিরিতে। কোনো রকমে তোতলাইতে তোতলাইতে সাক্ষাৎকার দিলাম। সাক্ষাৎকার শেষ কইরা নিয়া ভাবলাম দেখি সাইটটা কী? তো দেখলাম এ এমন এক সাইট যেইখানে যে কেউ সাক্ষাৎকার দিতে পারে।

আইডিয়াটা ভাল। কিন্তু মেইলটা আমাকে যেমনে ভড়কায়ে দিছিল তাতে আমি একটু লজ্জা পাইলাম। সেই লজ্জায় বহুদিন কাউরে সাক্ষাৎকারের লিঙ্ক দেই নাই। আজকে দিলাম লজ্জার মাথায় খেয়ে। দেখেন কী লজ্জাজনক একটা ইন্টারভিউ প্রসব করছিলাম : http://www.whohub.com/mahbub


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.