আমাদের কথা খুঁজে নিন

   

দূরপাল্লার যান টার্মিনালে, নগর পরিবহন চালু

তবে রাজধানীতে নগর পরিবহনের বাস অল্প সংখ্যায় হলেও চলছে। আর অন্যসব হরতালের মতোই ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বুধবার সকালে গাবতলী বাস টার্মিনালে গোল্ডেন লাইন পরিবহনের কর্মী শরিফুল ইসলাম জানান, দূরপাল্লার কোনো বাস চলছে না। মালিকরা গাড়ি ছাড়তে নিষেধ করেছেন।
গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে সকাল থেকেই নগর পরিবহনের কিছু বাস রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে।

বিআরটিসির বাসও চলতে দেখা গেছে। তবে রাস্তায় অফিসগামী মানুষের তেমন ভিড় নেই।
মহাখালী বাস টার্মিনাল একটি পরিবহনের কর্মী নজরুল ইসলাম জানান, মহাখালী থেকেও দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না।
রাস্তায় বাস কম থাকায় অনেককে রিকশায় করে অফিসে রওনা হতে দেখা যায়। বাধা না পেয়ে প্রধান সড়কেও চলছে রিকশা।

রাস্তা ফাঁকা পেয়ে ব্যাটারিচালিত রিকশাও ঢাকায় যাত্রী পরিবহন করছে।
হরতালে সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে র‌্যাব-পুলিশের টহল লক্ষ্য করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে পুলিশ।
বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের শরীর ও ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.