আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে থেমে নেই যান, দূরপাল্লার ছাড়েনি

গাবতলী ও মহাখালি বাস টার্মিনালের বাস কাউন্টারগুলো থেকে জানানো হয়, ভাংচুরের আশঙ্কায় বাস ছাড়ছেন না তারা
গাবতলী বাস টার্মিনালে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাড়গামী সুমন ডিলাক্স এর কর্মকর্তা আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পরে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাবে। ”
সাতক্ষীরা ও বাগেরহাটগামী আরপি পরিবহনের কাউন্টার মাষ্টার গোলাম মোস্তফা বলেন, “যাত্রীদের নিরাপত্তার জন্যই বাসগুলো ছাড়া হচ্ছে না। ”
তবে এ সময় ঢাকা থেকে সাভার, মানিকগঞ্জ ও আরিচা ঘাটগামী কয়েকটি বাস চলতে দেখা যায়।
এদিকে মহাখালি বাসটার্মিনাল বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল মালেক বলেন, “যাত্রী পেলে বাস ছাড়া হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকটি বাস গন্তব্যে ছেড়ে গেছে।


সকাল থেকে রাজধানীর সড়কে ব্যাক্তিগত যানবাহন কম দেখা গেলেও নগর পরিবহনের অনেক বাস চলতে দেখা যায়। বেশ কিছু প্রাইভেটকার রাস্তায় নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের সংখাও বাড়ছে।
সড়কগুলোতে মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা চলাচল প্রায় স্বাভাবিক আছে।
ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে কমলাপুর স্টেশনের ম্যানেজার মো. খায়রুল বশীর জানান।


তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল, নেতাকর্মীদের মুক্তি ও সভা সমাবেশে ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবিতে সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে এ হরকাল করছে।
হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নেন পুলিশ ও র্যাব সদস্যরা। নাশকতায় জড়িতদের তাৎক্ষণিক সাজা দিতে রয়েছে ভ্রাম্যমাণ আদালতও।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।