আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলঙ্কাকে হারালেই ফাইনালে যাবে বাংলাদেশ

কল্পনার জগতে ভাসতে চাই, তবে হারাতে না............ যেখানে উপমহাদেশের তিন ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা লড়াই করছে, সেখানে বাংলাদেশের ফাইনালে যাওয়ার পথটা যে খুবই ঝঞ্ঝাপূর্ণ, সেটা বলার অবকাশ থাকে না। কিন্তু ভারতের বিপক্ষে শেষ ম্যাচে ৫ উইকেটের জয় দিয়ে এশিয়া কাপের ফাইনালের আশা ভালোভাবেই জাগিয়েছিল বাংলাদেশ। তবে আজ পাকিস্তানের বিপক্ষে ৩৩০ রান তাড়া করে ৬ উইকেটের জয় পেয়ে বাংলাদেশের ফাইনালে যাওয়ার কাজটাটা একটু কঠিন-ই করে তুলেছে ভারত। বিশ্বকাপজয়ীরা আজকের ম্যাচটা জেতার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে জিততেই হবে স্বাগতিকদের। তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিতই করে ফেলেছে পাকিস্তান।

অন্যদিকে আজ পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ভারত। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। আর দুই ম্যাচের দুটিতেই হারের পর এখনো কোনো পয়েন্ট জমা হয়নি লঙ্কানদের ঝুলিতে। ২০ মার্চ ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। শ্রীলঙ্কা ম্যাচটাতে জিতলেও তাদের ফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

আর বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই চলে যাবে ফাইনালে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।