আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ডের মেয়েরা

এর আগে টানা তিন জয়ে এই গ্রুপ থেকে শেষ চারে সবার আগে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। আর টানা তিন হারে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েদের।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে 'বি' গ্রুপের দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ৮৫ রান করে শ্রীলঙ্কা। ব্যাট হাতে সতীর্থদের চরম ব্যর্থতার মাঝে একমাত্র উজ্জ্বল ছিলেন অধিনায়ক শশিকালা শ্রীবর্ধনে। ৪৩ বলে ২টি চার ১ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। শ্রীবর্ধনে ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

প্রতিপক্ষের ইনিংসটাকে অল্প রানে বেধে রাখতে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন ইংল্যান্ডের পেসার অ্যানিয়া শ্রুবসোলে।

জবাবে সারাহ টেইলরের ৩৬, শার্লট এডওয়ার্ডসের ১৭ ও হিদার নাইটের ২১ রানের সুবাদে ২৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড।

শ্রীলঙ্কার পক্ষে ১৫ রানে ২ উইকেট নেন অফস্পিনার শ্রীবর্ধনে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।