আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরে সড়ক অবরোধ, আটক ১

১৮-দলীয় জোটের ডাকা হরতালে আজ বুধবার চাঁদপুরে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন হরতাল-সমর্থকেরা। পিকেটিংয়ের সময় একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ছয়টার দিকে ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে একটি বিশালাকৃতির বটগাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে পিকেটাররা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ছাড়া ওই সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে ও বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করেন হরতালকারীরা।
বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল হয়েছে।
হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে পণ্যবাহী কয়েকটি মিনি ট্রাক চলতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে যাত্রী না থাকায় লঞ্চ চলাচল করেনি।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, পিকেটিংয়ের সময় ফরিদগঞ্জ থেকে শিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে। হরতালে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।