আমাদের কথা খুঁজে নিন

   

টাইটানিকের ৫ গুন বড়,বিশতলা অট্টালিকা সমান বিশ্বের সর্ব বৃহৎ প্রমোদ তরী।



ধনী শ্রেনীর বিলাসিতা কাকে বলে একটু চোখ মে...লে দেখুন।ফিনল্যান্ড `দি ওয়াসিস অব দি সিস`নামের একটি বিলাস বহুল প্রমোদ তরী টানা আড়াই বছর খেটে তৈরী করেছে।প্রাথমিক ভাবে ২১ দিনের সমুদ্র যাত্রায় নেমেছে ,এ মাসের ,২০ নভেম্বর মার্কিন যুক্তরাস্টের ফ্লোড়িডায় পৌছবে। জাহাজটি নির্মানে ১২০কোটি ইউরো খরচ করে নির্মাতারা বলছেন সমুদ্রের যে কোনো বৈরী পরিবেশকে চ্যালেন্জ করে এটি তৈরী । জাহাজটিতে ২ হাজার ৭ শ কেবিন ,চরদিকে গ্যালারী বেশ্টিত মাঠ, এমনকি ৭৮০ আসনের বরফের মাঠ,থিয়েটার হল,চরটি সুইমিংপুল, টেনিস কোট,বাস্কেট বল মাঠ,ভলিবল মাঠ,থিম পার্ক,ইয়ুথ পার্ক,শিশু পার্ক,মিনি গলফ মাঠ, ৩৬০ মিটার আকৃতির ১৬ টি ডেক, প্রায় দশ হাজার মানুষ বিলাস বহুল ভাবে ভ্রমন করতে পারবে। বিশ্ব জলবায়ু ভয়াবহতা,বিশ্ব দারিদ্রের কথা চিন্তায় না এনে এমন জাহাজ তৈরী করায় বিশ্বে সমালোচনার কমতি নেই। সম্পদের সুষম বন্টনের অভাবে প্রতিফলিত হচ্ছে শ্রেনী বৈষম্যের এসব জাজ্বল্যমান উপাদানকে নিত্য নুতন নমুনা হিসেবে দেখছে পৃথিবীর সংখ্যা গরিস্ঠ মানুষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.