আমাদের কথা খুঁজে নিন

   

সামনের পর্বে কিন্তু ভুল হবে না

আগামী পর্বে এ জন্মের মত ভুল হবে না আর টেরি কাটা ভদ্র ছেলে হয়ে কৈশোর কাটবে না জানলা খুলে চিরুনী চুলে এরোপ্লেন উড়িয়ে দেব স্কুলে বরাবর তোমার দৈনন্দিন পথের বাঁকে দীঘি আগে ভাগে খুঁড়ে হাওয়া হাওয়া ঘোলা আবছায়া সুগন্ধি ফুলের শিশিরে কূপ ঢেকে রেখে গোপনে অক্ষরে লেখা রবে - প্রেম -, তোমার হবে যখন ষোল বৎসর, আমি এক সদ্য তরুণ আমি-তুমি তুমি-আমি দু পাশ দিয়ে ছুটে এই পথে এসে কূয়োয় ধুপ করে পড়বো আমাদের হবে -প্রেম- আমরা পড়বো প্রেমে আমার কিংবা তোমার? একজনের প্রেম অন্য জন ডুবে যাবে নিমজ্জিত সাদা জল খাবে সহপাঠী আঙুলে দেখাবে ডুবে ডুবে জল খায় তারপর আমরা ভেজা পানি থেকে উঠে আসবো সিনেমার মত হাত ধরা ধরি করে, বৃষ্টি হলে ওর পরে ভিজতেই থাকবো যে কোন বৃষ্টি ধারায় আগে ভাগে পড়বো প্রেমে সামনের বার এত দেরী করে ভালবাসা বাসি আর হবে না, আর


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.