আমাদের কথা খুঁজে নিন

   

সামনের সিট পিছনের দিকে নামিয়ে...

আমার ব্যক্তিগত ব্লগ

বাসে যখন বসি, তখন কখনও আমার সিট পিছনে নামিয়ে দেইনা। কারন আমি নিজে এর ভুক্তভুগি। আমার সামনে কেউ সিট নামিয়ে দিলে আমার পা রাখতে অসুবিধা হয়, নড়াচড়াও ভালমতোন করতে পারিনা। ভারতে ভ্রমনের সময় এই কষ্ট সাড়ারাস্তায় পেয়েছি। ভদ্রতা করে সামনের সিটের ভ্রমনকারীকে কিছু বলিনি।

সেও বুঝেনি, বা বুঝেও পাত্তা দেয় নি। টেকনাফ যাবার সময় সামনের সিটে আমাদের এক ট্রীপসংগী ছিলেন। ইনি দেখলাম এই ব্যাপারে খুবই সচেতন। সিট একটুও পিছনের দিকে নামালেন না। আমি তো মহাখুশি।

আমার পাশের ট্রীপসংগীকেও বললাম, ফেরার সময়ও আমরা ওনার পিছনের সিটে বসব। কিন্তু আল্লাহ এই মনোবাসনা পূর্ন করলেন না। ফেরার সময় দেখি আমাদের সংগীরা আমাদের সিট রেখেছে অন্য যায়গায়। তাই সই। বসার পর বুঝলাম।

সাপে বর হয়েছে। আমাদের সামনে কেউ বসেনি। আমার পাশের সিটের সংগী বললেন, চলুন সামনে গিয়ে বসি। যেই কথা সেই কাজ, দুজনে সামনে বসে সিটে পুরোপুরো পিছনে নামিয়ে দিলাম (কারন সিটে কেউ নেই)। একরকম বিছানা হয়ে গেল।

মহা আনন্দে আরাম করে ঢাকা পর্যন্ত এলাম। যা আগে করিনি, কিছুটা জোর করে হলেও ঘুমিয়ে নিলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.