আমাদের কথা খুঁজে নিন

   

আমার সামনের দুটি দাঁত নাই হয়ে গেল !

لا إله إلا الله محمد رسول الله

ইদানিং কেন যেন বারবার ছোট বেলার কথা মনে পড়ছে । শুধু মনে পড়া নয়, শেয়ার করতেও ইচ্ছা করছে । ছোট ছোট কিছু ঘটনা থাকে যা আজীবন মনে থাকে । কিছু কিছু ঘটনা শেয়ার করা যায়, কিছু যায় না । আবার কিছু কিছু ঘটনা প্রবাহ থাকে যা সারা জীবন মনে দাগ কেটে যায় ।

যা একটা দীর্ঘ সময় ধরে ঘটতে থাকে... বাবা সরকারী চাকুরী করতেন ,বাবার চাকুরী ও বদলির সুবাদে আমাদের অনেক জায়গায় ঘুরতে হয়েছে । আমি তখন ক্লাস ওয়ান-টুতে পড়ি । বাবার অফিসের পাশেই আমার স্কুল ছিল । বাবা একটি ব্যাংকে ব্যবস্হাপক হিসাবে দায়ীত্ব পালন করতেন । আমি প্রায় সময়-অসময়ে বাবার কাছে যেতাম ।

সেই সুবাদে অনেকে আমায় চিনত । সবাই অনেক আদরও করত । আর অনেকে সেই সুযোগও নিত..আদর করে প্রায় আমার হাতে ছোট ছোট টাকা ভর্রতি খাম ধরিয়ে দিত...বলত, আঙ্কেল তোমার আব্বুকে দিও বলবে (..নাম) আঙ্কেল দিয়েছে । প্রথম প্রথম আমি বুঝতামনা ...বাবার কাছে খাম পৌছে দিতেই বাবা প্রচন্ড মার দিত..এভাবে অনেক মার খেয়েছি । মা আমাকে বুঝাত, এভাবে অপরিচিত কারো কাছ থেকে খাম বা অন্যকিছু নিতে নেই ।

আস্তে আস্তে আমি বুঝতে শুরু করলাম । এক সময় অপরিচিত কারো কাছ থেকে কিছু নিতামনা, এমন কি বাবা-মা ছাড়া অন্য কেউ (নিকট আত্মীয়)কিছু দিতে চাইলে ভয় পেয়ে যেতাম, নিতাম না । একবার হলোকি আমি বাসার সামনে বন্ধুদের সাথে খেলছিলাম । দেখলাম একজন লোক আমার দিকে এগিয়ে এল,আমায় আদর করে একটা মিস্টির প্যা কেট দিতে চাইল, আমিতো কিছুতেই নিচ্ছিনা। হঠাৎ দেখলাম বাবা পিছনে দাঁড়িয়ে আছে ! প্রচন্ড ভয় পেলাম..এরপর জ্ঞান শূণ্য হয়ে উল্টা ঘুরে বাসার দিকে দৌড় দিলাম ।

কিন্তু বিধিবাম, দরজার সাথে প্রচন্ড ধাক্কা খেয়ে আমি উল্টে পড়লাম । আমার চিৎকারে মা ছুটে এলনে....এরপরের ঘটনা খুবই সামান্য, আমার সামনের দুটি দাঁত নাই হয়ে গেল !মা খাবার নরম করে খাওয়াত । আর হ্যাঁ বাবার সাথে যিনি এসেছিলেন তিনি ছিলেন বাবার বন্ধু । হাহাহা....হাহা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.