আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধি দলের মহাসমাবেশ নাকি সরকারি দলের হরতাল!

আমি খুব সাধারণ একটি ছেলে!!!!!!!!!!! শত বাধা বিপত্তি পেরিয়ে ও ১২ মাচ বিরোধি দলের মহাসমাবেশ সফল ভাবে সম্পন্ন হয়েছে। সমাবেশ বাঞ্ছাল করার লক্ষে তিন দিন আগে থেকেই সরকার সারা দেশের সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, হোটেল বন্ধ করে দেয়। এত কিছুর পর ও বিপুল পরিমাণ নেতা কর্মীর উপস্থিতিতে সমাবেশ সম্পন্ন হয়। যেখানে সরকার বলে তারা গণমাধ্যমকে ভয় পায়না, যেখানে প্রধাণ মন্ত্রি বলেন গণ মাধ্যমের স্বাধিনাতার কথা সেখানে কেন Live প্রচার করবার ভয়ে etv ও boishakhi tv র প্রচার বন্ধ করে দেওয়া হল ঠিক সমাবেশের সময়ে। তাহলে কি সরকার গণমাধ্যমকে ভয় পায়? নাকি বিরোধি দলের এই তুমুল জনপ্রিয়তাকে ভয় পায়? যাহোক সেদিকে যাচ্ছিনা, কিন্তু কথা হলো সরকারের পক্ষ থেকে বলা হলো BNP নাশকতামুলক কর্মকান্ড করতে পারে তাই এই কঠোর নিরাপত্তা।

কিন্তু বাস্তবে এ কথা কতটা সত্য তা বলতে পারবনা। ধরেই নিলাম সত্য, কিন্তু বাস্তবে যা দেখলাম তা কি মিথ্যে? বিরোধি দলের সমাবেশে সরকারি দলের ক্যাডাররা ছিল বেশি মারমুখি। বিরোধি দলের পরিবর্তে সরকারি দলের ক্যাডারদের হাতেই বিভিন্ন দেশি অস্ত্র শোভা পাচ্ছিল। সরকার কি এসব দেখেনা, নাকি সরকারের নির্দেশেই তাদের এসব অস্ত্র প্রদর্শনী। সরকারের এতো বাহিণী থাকা সত্ত্বেও দলীয় ক্যাডারদের মাঠে নামানোর কারণটা বুঝলামনা, নাকি সরকারের নিরাপত্তা বাহিণীর উপর সরকারের কোন আস্থা নেই।

তাহলে কি এটা সরকারের অঘোষিত হরতাল? শত বাধা বিপত্তি পেরিয়ে ও ১২ মাচ বিরোধি দলের মহাসমাবেশ সফল ভাবে সম্পন্ন হয়েছে। সমাবেশ বাঞ্ছাল করার লক্ষে তিন দিন আগে থেকেই সরকার সারা দেশের সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, হোটেল বন্ধ করে দেয়। এত কিছুর পর ও বিপুল পরিমাণ নেতা কর্মীর উপস্থিতিতে সমাবেশ সম্পন্ন হয়। যেখানে সরকার বলে তারা গণমাধ্যমকে ভয় পায়ন , যেখানে প্রধাণ মন্ত্রি বলেন গণ মাধ্যমের স্বাধিনাতার কথা সেখানে কেন Live প্রচার করবার ভয়ে etv ও boishakhi tv র প্রচার বন্ধ করে দেওয়া হল ঠিক সমাবেশের সময়ে। তাহলে কি সরকার গণমাধ্যমকে ভয় পায়? নাকি বিরোধি দলের এই তুমুল জনপ্রিয়তাকে ভয় পায়? যাহোক সেদিকে যাচ্ছিনা, কিন্তু কথা হলো সরকারের পক্ষ থেকে বলা হলো BNP নাশকতামুলক কর্মকান্ড করতে পারে তাই এই কঠোর নিরাপত্তা।

কিন্তু বাস্তবে এ কথা কতটা সত্য তা বলতে পারবনা। ধরেই নিলাম সত্য, কিন্তু বাস্তবে যা দেখলাম তা কি মিথ্যে? বিরোধি দলের সমাবেশে সরকারি দলের ক্যাডাররা ছিল বেশি মারমুখি। বিরোধি দলের পরিবর্তে সরকারি দলের ক্যাডারদের হাতেই বিভিন্ন দেশি অস্ত্র শোভা পাচ্ছিল। সরকার কি এসব দেখেনা, নাকি সরকারের নির্দেশেই তাদের এসব অস্ত্র প্রদর্শনী। সরকারের এতো বাহিণী থাকা সত্ত্বেও দলীয় ক্যাডারদের মাঠে নামানোর কারণটা বুঝলামনা, নাকি সরকারের নিরাপত্তা বাহিণীর উপর সরকারের কোন আস্থা নেই।

তাহলে কি এটা সরকারের অঘোষিত হরতাল?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.