আমাদের কথা খুঁজে নিন

   

নতুনের ভিড়ে পুরাতনকে হাতড়ে বেড়াচ্ছেন? ( জানলে ভালো, না জানলে আরো ভালো মার্কা পোস্ট )

দু:খিত, আপনি যে ব্লগটি ভিজিট করছেন, তার ব্লগার বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছু দিন পর আবার ভিজিট করুন। ধন্যবাদ দিন যত যাচ্ছে নিত্য নতুন সফটওয়্যারে ভরে যাচ্ছে ভার্চুয়াল জগত। আজ যেটা অনেক কষ্ট করে ব্যান্ডউইথ পুড়িয়ে নেটের শামুক গতির তুখোড় স্পিডের সাথে পাল্লা দিয়ে আপনি ডাউনলোড করলেন আর মনে মনে ভাবলেন আপনার সফটওয়্যার আপ টু ডেট, দু মাস পরে দেখবেন ওটা পুরনো হয়ে গেছে (কথাটা এখন Firefox এর ক্ষেত্রে বেশি প্রযোজ্য)। তো যাই হোক, লেটেস্ট ভার্সনের সফটওয়্যারের ডাউনলোড সাইট ভুড়ি ভুড়ি পাবেন।

কিন্তু অনেক সময় পুরনো ভার্সনের সফটওয়্যার দরকার হতে পারে যা ঐ সাইটগুলোতে হয়ত পাবেন না। বিশেষ করে লো কনফিগারেশনের কম্পিউটারের ক্ষেত্রে লেটেস্ট সফটওয়্যার ব্যবহার করতে গেলে অনেক সময় স্পীড ভালো পাওয়া যায় না; মাঝে মাঝে তো কম্মপিউটার ঝিম মেরে বসে থাকে। তাই আজ আমি আপনাদের সাথে পুরনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন- এমন কিছু সাইটের কথা শেয়ার করব। www.oldversion.com পুরাতন সফটওয়্যার ডাউনলোদের ক্ষেত্রে আমার কাছে এই সাইটটি সবচেয়ে ভালো লেগেছে কারন এখানে সফটওয়্যারের পাশাপাশি আছে কিছু জনপ্রিয় পুরাতন গেমস। ।

Windows, Mac, Linux এর জনপ্রিয় ১৯৩৮ টি সফটওয়্যারের ৬৮৯০ টি ভার্সন আছে। । আপনার সংগ্রহে যদি কোন সফটওয়্যারের পুরনো ভার্সন থাকে তবে সাইটটিতে রেজিস্টার করে আপনি তা শেয়ারও করতে পারবেন। www.oldapps.com Content এর দিক থেকে এ সাইটটি বেশ ভালো। এখানেও আপনি Windows, Mac ও Linux এর জনপ্রিয় সফটওয়্যারগুলো পাবেন প্লাস আপনারগুলো শেয়ারও করতে পারবেন।

www.old-versions.org এ সাইটটিতে শুধুমাত্র Windows এর সফটওয়্যারগুলো পাবেন। সফটওয়্যারের বেশ ভালো কালেকশন এখানে রয়েছে। www.oldware.org ২৪৫৩ টি Archive সফটওয়্যারের এক বিশাল সংগ্রহশালা। সাইটটিতে সফটওয়্যারগুলো Alphabetically সাজানো। কিন্তু সবই Windows এর জন্য।

www.old-versions.net দৈনন্দিন প্রয়োজনীয় বেশ কিছু সফটওয়্যার এখানে পাবেন। এখানেও Windows এর একক আধিপত্য। আর হ্যা, আপনার সংগ্রহে থাকা পুরাতন সফটওয়্যার শেয়ারের ব্যবস্থা এখানে আছে। (গতমাসেও সাইটটিকে রানিং দেখলাম, এখন Internal Server Error দেখাচ্ছে। আশা করি শীঘ্রই ঠিক হয়ে যাবে।

) www.downloadoldversion.com কন্টেন্টের সংখ্যা কম হলেও যা আছে তা বেশ প্রয়োজনীয়। ভালো কিছু সফটওয়্যার এ সাইটটিতে আপনি পাবেন। আমার ঝুলিতে এ কটিই ছিল। আপনাদের জানামতে আরো থাকলে অবশ্যই শেয়ার করবেন। বি. দ্র: সামনে পরীক্ষা।

তাই সামুতে এখন আর তেমন সময় দিতে পারি না। এই পোস্টটির কথাই ধরুন না। গত মাসের ৬ তারিখ টিটিতে লাস্ট আপডেট করেছিলাম। মাঝখানে আমার মাদারবোর্ডের বার্ধক্যজনিত মৃত্যুবরণ, টিটির সার্ভার আপগ্রেড, পড়াশুনার চাপসহ নানা কারণে আর সময় হয়ে উঠেনি। এই দুইদিন হাতে কিছু সময় পেয়ে যাওয়ায় ভাবলাম পোস্টটি শেষ করে ফেলি।

আমি সহ সকল এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।