আমাদের কথা খুঁজে নিন

   

ঐ নতুনের কেতন উড়ে.....!!!



যাকে শুদ্ধভাবে একটি লাইন লিখতে হাজারবার ভাবতে হয়, তাকে কোন ভাবে আর যাহোক লেখক লেখিকার তালিকায় গণ্য করা যায়না। অথচ, বেশ কিছুদিন ধরে মগজে কিছু ভাবনা ঘুরাফেরা করলেও তা লিখতে পারছিনা.. !!! লিখতে জানিনা দুকলম, অথচ কয়েকজন প্রিয় ব্লগার সেই আমায় স্মরন করে লেখা দিতে বলেছেন, তাঁদের সন্মানে কিছু লেখার প্রচেষ্টাকালে এই অক্ষমতার অনুধাবন। নিজে কিছু লিখতে না পারলেও সম্প্রতি সময় সুযোগ পেলে ব্লগারদের লেখা পড়তে চেষ্টা করেছি। অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করি এই দীর্ঘ অনুপস্থিতিকালে ব্লগটি সমৃদ্ধ হয়েছে নবীন ব্লগারদের চমৎকার সব লেখা দিয়ে! যেসব লেখা শুধু সুখপাঠ্য নয়, মন ছুঁয়ে যায় গভীর ভাবে! সকলের সব লেখা পড়া সম্ভব হয়নি সময়ের অভাবে, যখন যেটা সামনে পেয়েছি, আবার কেউ হয়তো আমার মতো অলেখকের মৃতপ্রায় ব্লগটি ঘুরে নিজের মূল্যবান মন্তব্য রেখে আসার উদারতা দেখিয়েছেন, তখন তাঁকে জানার অভিপ্রায়ে তাঁর ব্লগটি পড়তে যেয়ে মুগ্ধ হয়েছি!! যাঁদের চমৎকার ব্লগটি সময়ের অভাবে পুরো পড়িনি তাঁদেরটিতে হয়তো মন্তব্য করা হয়নি তবে ভালোলাগাটুকু স্মরনে রয়ে গেছে। লেখাগুলো অগুনিত পোস্টের ভীড়ে সহজেই হারিয়ে যায় পিছনের পাতায়।

নবীন এবং তুলনামূলক ভাবে অপরিচিত বিধায় অনেক চমৎকার লেখা পাঠকের দৃষ্টি আকর্ষন না করে পরে রয় প্রায় মন্তব্যহীন হয়ে, কিছু যদিও প্রচুর পাঠকপ্রিয়তা লাভ করে। সম্প্রতি পড়া নবীন ব্লগারদের কিছু অসাধারান, চমৎকার পোস্টের উল্লেখ করতে চাই এখানে... *ব্লগার সনাতনের মাহমুদকে লেখা চিঠির ভাবনা ও শব্দের অসাধারন গাঁথুনী চমৎকার! *তীব্র কষ্ট আর হাহাকার ভরা অব্যক্ত অনুভূতি মনছুঁয়ে যাওয়া লেখায় ফুটিয়ে তুলেছেন ব্লগার লাইলী বেগম বন্ধু এ কেমন কথা রাখা হলো... *ব্লগার আকাশ অম্বরের গভীর ভাবনা সমৃদ্ধ ভাষায় অসাধারন প্রকাশ বৃক্ষ *ব্লগার হক মাহবুবের চমৎকার রম্য কিচ্ছু ভাল লাগেনা আমার, কিচ্ছু না....! *বৃষ্টির রিমঝিম ধারা তুলে ধরা যেন সোহানা মাহবুবের ছোট্ট লেখা মন মোর মেঘের সঙ্গী *ব্যতিক্রমী নিকের সাদামাটা ভাষায় লেখা মনছুঁয়ে যাওয়া ছোট গল্প ফেরা *ব্লগার সহেলীর মন ছুঁয়ে যাওয়া কবিতা ফুলের নাম ব্লিডিং হার্ট *রোমান্চকর একটি অভিজ্ঞতা সামছা আকিদা জাহানের সে যে ভয়ংকর সুন্দর?? -অপেক্ষাকৃত পুরনো ব্লগার তবে তাঁদের নাম এবং লেখা লক্ষ্য করেছি অতি সম্প্রতি.. *ব্লগার সালাহউদ্দিন শুভ্র তুল ধরেছেন আমাদের দেশের শিক্ষাঙ্গনের ইতিহাসের একটি গ্লানিকর কালো অধ্যায় অবসানের প্রচেষ্টার ইতিহাস *বান্ধবীর সাথে সিংগাপুর ভ্রমনের চমৎকার সচিত্র প্রতিবেদন ব্লগার আরিয়ানার সিংগাপুর টুর আর অদিতি লেখা দিতে পারছিনা তাই নিজের তোলা কিছু ছবি শেয়ার করছি...অসাধারান লেখার ক্ষমতাধিকারী আকাশ অম্বরের মনোমুগ্ধকর ছবি সমৃদ্ধ পোস্টটির অনুকরনে এই ছবিব্লগের নাম “আমেরিকা মুহুর্ত” :-) Dawn- প্রশান্ত মহাসাগরে ভোর। Summer Happiness Surrender- হুভার ড্যাম। Friendship Serendipity Royal- স্যানডিয়েগো তে ফ্লেমিঙ্গোর রাজকীয় মেলা। Winter Breeze Glory Rainier- একটি ঘুমন্ত আগ্নেয়গিরি।

America- লাস ভেগাস। Shamu- সেলিব্রিটি শামু অরকা প্রজাতির তিমি মাছ The Lake- জীবন্ত আগ্নেয়গিরি সেন্ট হেলেনের অগ্নুৎপাতে সংলগ্ন এই লেকটি প্রায় ২০০ ফুট উপরে উঠে গেছে। Sunset at Pacific- প্যাসিফিক বীচ। Dusk- গোধূলীর রক্তিম আকাশ ***- - - - -এই পোস্টটি ব্লগার বাফড়া, ফয়সল নোই, জেবীন, রোবোট, চিটি, সাইফুরের সন্মানে লেখা, যাঁরা মূল্যবান সময় ব্যয় করে আমার অতিসাধারন লেখার সন্ধানে ব্লগে এসে জানিয়ে গেছেন। - - - - -***


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।