আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাকে বাঁচাতে আসুন কিছু করি



দিন দিন ঢাকার দুরাবস্থা দেখে খুবই অসহায়, নিরাশ লাগে, তাই লিখতে বসলাম। সবচেয়ে দুঃখের বিষয়, ঢাকা শহরটা যে দিন দিন বাসের অযোগ্য হয়ে যাচ্ছে তা নিয়ে বর্তমান সরকারের কোন পরিকল্পনা নাই। পূর্বের সরকারের ও ছিল না। শুধু এরশাদ সরকার শহর প্রতিরক্ষা বাধ, ভেঙ্গে চুরে কিছু রাস্তাঘাট করেছিল। এরপর কোন উল্লেখযোগ্য পদক্ষেপ কোন সরকারই নেয় নি, নেওয়ার ব্যাপারে কোন চিন্তা ভাবনা আছে বলেও মনে হচ্ছেনা।

ঢাকাকে রক্ষা করার জন্য যেটা করা উচিঃ সেটা আপনাদের সাথে share করি: ১। ঢাকা শহরকে বসবাস উপযোগী করার জন্য সরকারকে হিট প্রায়োরিটি লিষ্টে অর্ন্তভূক্তি করা; ২। ঢাকা শহরের পয়ঃনিষ্কাষনের জন্য কার্য্যকর পদক্ষেপ নেওয়া। সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেসা, তিতাস কো-অর্ডিনেটেড ভাবে কাজ করতে হবে: ৩। ডিসেন্ট্রালাইজ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন - (ক) গার্মেন্টস, সচিবালয়, মতিঝিল দুরে সরানো (খ) সব আবাসিক এলাকা থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সরানো।

৪। ঢাকার বাইরের যানবাহন যেগুলি ঢাকার ভিতরে ঢোকার দরকার নেই, সেগুলির জন্য ঢাকার বাইরে দিয়ে রিং রোড করা। ৫। নদীর -বুডিগঙ্গা, তুরাগ, শীতালক্ষার তীর রক্ষা ও নদীপথকে কার্য্যকরী করা ৬। ঢাকার ভিতরে বেশী বেশী ফ্লাইওভার ও ঢাকার বাইরের সথে মেট্রো রেল যোগাযোগ স্থাপন করা; যাতে ঢাকার বাইরের লোকজন দিনে এসে দিনের মধ্যে কাজ শেষ করতে পারে; ৭।

ঢাকার দুরাবস্থা সরকারের গোচরীভূত করার মিডিয়া এখন শক্তিশালী ভূমিকা পালন করা দরকার। এগুলি আমার ছোট মাথার বুদ্ধি, সংবাদপত্র হতে প্রাপ্ত তথ্য থেকে লিখলাম। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশ করলে খুশী হব। ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.