আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাকে ভাগ শেখ হাসিনার দ্বৈত নীতির চরমপ্রকাশ।

শেখ হাসিনা কেয়ার টেকার সরকার চান না। তাই কেয়ার টেকার সরকার পদ্ধতি বাতিল করেচেন। এর সরল ব্যখ্যা হল মেয়াদ শেষ হবার পরও শেখ হাসিনা ক্ষমতায় থেকেই জাতীয় নির্বাচনে অংশগ্রহন করবেন। কোন উপদেষ্টার অধিনে নয়। কেয়ার টেকার সরকার পদ্ধতিতে মেয়াদ শেষ হবার পরই ক্ষমতা ছেড়ে দিতে হয় প্রধান মন্ত্রিকে।

তাই কেয়ার টেকার সরকার পদ্ধতি হাসিনার অপচন্ধ। জাতীয় নির্বাচনে যা অপচন্দ তা স্তানীয় নির্বাচনে তা প্রধান পচন্দ শেখ হাসিনার। অবশ্য এর জন্য সংসদে শুধু আইন পাস করলেই চলত। ঢাকাকে ভাগ করার কোন দরকার ছিল না। ভাগ না করেই মনের ইচ্চা পুরন করতে পারতেন শেখ হাসিনা।

তিনি পরিপুর্ন জ্ঞানের আধার। এত সরল পথে তিনি কাজ করবেন কেন। পরিস্তিতি একটু জটিল ও সংঘাতময় না হলে রাজীতির চালে মজা কোথায়। তার ভাষায় তিনি ঢাকাকে নয় সিটি করপোরেশনকে ভাগ করচেন। দুটো সিটি করপোরেশন মানে যে ঢাকাকে দুই ভাগ করা তা ঢাকার একজন নিরক্ষর রিক্সা চালকেরও বুঝতে পারার কথা।

দেশবাসিকে এবং ঢাকাবাসিকে তিনি এমনই নির্বোধ মনে করেন। নারায়নগন্জ বাসি শেখ হাসিনার দুর্বিসন্ধি বুজতে পেরেছিল। তাই তারই মনোনিত প্রার্তি উসমান ভোট না দিয়ে আইবিকে মেয়র হিশেবে বেছে নিয়েছেন। তবুও শেখ হাসিনার বোদধয় হয় নি। শেখ মুজিবের নামে কোন বিমান বন্দর নেই।

মুজিবের নামে বিমান বন্দর করার জন্য আড়িয়াল বিলকে বেচে নিয়েছিল শেখ হাসিনা। আড়িয়াল বাসির তা পচন্দ হয়নি । আন্দোলন করে হাসিনার অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে আড়ি্যাল বিলের জনতা। আন্দোলন করে ঢাকাকে ভাগ করার অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ঢাকাবসিকে প্রমান করতে হবে যে তারা নারায়গন্জ্ঞ ও আড়িয়াল বাসির মত উত্তম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.