আমাদের কথা খুঁজে নিন

   

হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ ........

" কেউ তোমার দিকে পাথর ছুড়ে মারলে , তুমি তার দিকে ফুল ছুড়ে মারো...তবে ফুলের সাথে সাথে ফুলের টবটাও ছুড়ে মারতে যেন ভুল না হয় " বাংলাদেশের সবাইকে উদ্দেশ্য করে বলছি, " যদি আপনারা আমাদের বাংলাদেশ ক্রিকেট টীমকে সমর্থন না করতে পারেন যখন তারা ম্যাচ হেরে যায় তাহলে, অনুগ্রহ করে প্লিজ আমাদের জয়লাভও নাচানাচি করে সমর্থন করবেন না। আমি একজন গর্বিত বাংলাদেশী এবং আমার জাতীয় ক্রিকেট দলকে আমি অনেক ভালবাসি ...... আমাদের দল জিতলে ঠিকই তো রাস্তায় নেমে পড়েন, আর হারলে বলেন ""এই গুলারে গুলি কইরা মারা দরকার??"" এই রকম নিঃস্বার্থ সাপোর্টার এর আমাদের দরকার নাই। আমরা আমাদের বাংলাদেশ দল নিয়ে অত্যন্ত গর্ববোধ করি, এবং আমি অত্যন্ত ওয়াদা করছিঃ সাকিব বাহিনী। তোমরা হারো বা জিতো, আমাদের গর্ব তোমরা। আমি তোমাদের সাথে ছিলাম, আছি এবং আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো।

এগিয়ে যাও। " _____এই চমৎকার স্ট্যাটাসটি আমার এক শ্রদ্ধেহ বড় ভাই এর ফেসবুক এর স্ট্যাটাস। যেখানে আমার অনেক ফেসবুক বন্ধুরা, ওলট-পালট মন্তব্য করছিল আমাদের দলের প্লেয়ারদের নিয়া। আপনারা যারা এইরকম চিন্তাও করেছিলেন তাদের জন্য এই স্ট্যাটাসটি একটা শিক্ষা। আসুন দেশকে ভালবাসতে শিখি।

দেশের সম্পদকে স্রদ্ধা করতে শিখি। কৃতজ্ঞতাঃ ফারাজ এখলাছ জুবায়ের  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.