আমাদের কথা খুঁজে নিন

   

ধানমণ্ডি থানার বিরল ইতিহাস ও মুক্তির আনন্দ

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে রাজনৈতিক টানাহেঁচড়া থেকে গতকাল মুক্তি পেল ধানমণ্ডি থানা পুলিশ প্রশাসনের মত থানা গুলো ও সরকার বদলের সাথে সাথে তাদের বদলায়মান , , অনেকটা বাস্তুহারাদের মত । তবে ধান মণ্ডি থানা নিয়ে সবাই বেশ মজা লুটল , , কেও ডিরেক্ট কেও একটু তাচ্ছিল্য করে । ১৯৯৬ সালে আওয়ামী সরকার আসলে ২০০১ এ তাদের বিদায় ঘণ্টা বেজে যায় । ২০০১ সালের ১১ জুলাই , সরকার বিদায়ের কিছুদিন আগে বঙ্গবন্ধু কন্যা ও ঢাকায় কোন বাসস্থান না থাকায় শেখ রেহানাকে তৎকালীন সরকার তাকে ধানমণ্ডির ১ বিঘা জমির উপর এই বাড়িটি দান করা হয় । [ আচ্ছা ভালো দান করলে দেশের সওয়াব হইল , সওাবের ঠেলায় দেশের উন্নতি লাগাম ছাড়া ] ২০০১ সালের অক্টোবার , বিএনপি জামাত আসল । ওরে লুল রে আমেরিকা আব্বা আমারে আনসে , , নাম পরে পালটামু , , আমেরিকারে তেল গ্যাস পরে দিমু , , আগে বাড়ি হামলা , , বল জয় বাংলা , , থুক্কু বাংলাদেশ জিন্দাবাদ , , বাঁচলে গাজী মরলে শহীদ , , কেরে নেয়া হল , দানের জিনিস , , অবশ্য এত বড় জিনিস দান লোভ লাগতেই পারে , , বানানো হবে ধানমণ্ডি থানা । তৎকালীন প্রধানমন্ত্রী ম্যাডোম জিয়া নিজে গেলেন সেই থানা উদ্বোধন করতে । হাসিনা আপানার চাপা ক্ষোব , , দাড়া আমি আইসা নেই , , আবসিলাম আপা আইসা আবার ২ টা বাড়ি দিবে , , কিন্তু , , ঘটনা উল্টা হইল , , আপা ও তার বোন বাড়ি তাদের নামে করলেন ঠিক কিন্তু রেহানা আপা এটা ১০০১ টাকার বিনিময়ে আবার ধানমণ্ডি থানাকে দিয়ে দিলেন । আহা ! ! কি মহৎ মহৎ , , তাদের মন ১বিঘার চেয়ে বিশাল , , আল্লাহ বলতে পারে , , এই মহৎ কর্ম কাণ্ডের পিছনে উদ্দেশ্য কি ? , , , আজকাল সবার ভালো কাজেই সন্দেহ করি , , , নিজের উপর ও ও ও ও ও ও ও ও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.