আমাদের কথা খুঁজে নিন

   

বাড়িয়ে নিন পেনড্রাইভের জায়গা

সাধারনত পেনড্রাইভ এফএটি, এফএটি ৩২ ফাইল পদ্ধতিতে চলে, ফলে এখানে ফাইল সংকোচন করার কোনো সুবিধা পাওয়া যায় না । কিন্ত এনটিএফএস ফাইল পদ্ধতিতে সংকোচন করার সুবিধা রয়েছে । এনটিএফএস ফাইল পদ্ধতিতে পেনড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হয় । চাইলে পেনড্রাইভকে এফএটি বা এফএটি ৩২ থেকে এনটিএফএসে রুপান্তর করা যায় । এজন্য windows operating system এর start/ Run-গিয়ে cmd লিখে কমান্ড খুলুন এবং vonvert X:/FS:NTFS লিখে enter করুন ।

X এর জায়গায় পেনড্রাইভ যে জায়গায় রয়েছে সেই অক্ষরটি হবে, যেমন L ড্রাইভে হলে L লিখতে হবে । এবার My computer-এ গিয়ে পেনড্রাইভের আইকনে ডান ক্লিক করে properties এ যান । এখান থেকে compress Drive to save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে OK চাপুন । এবার Apply To Sub Folders and Files (যদি আসে ) OK করে বের হয়ে আসুন । এখন পেনড্রাইভে কোনো ফাইল কপি করলে সেটা কুব বেশী জায়গা নিবে না, ফলে পেনড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.