আমাদের কথা খুঁজে নিন

   

অযথা একটি রাত

আমি এখনো স্বপ্ন দেখে রাত কাটাই। কারন আমি বিশ্বাস করি আগামিকাল ভোরে তুমিই আমার ঘুম ভাঙ্গাবে। সারারাত তাই চলে , তোমাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। ঘরের দেয়ালগুলো পরিস্কার করে রাখি, টবের গাছগুলোকে যতনো করে বয়সটা একেবারে চারায় নিয়ে যাই , আমার বালিশ ,বিছানা বা সোফার কুশন, সবকিছুই তোমার প্রিয় রঙে ঢেকে দেই, জানালার পর্দাগুলো এমনভাবে ছরিয়ে দেই যাতে সকালের রোদ তোমার আগে আমার কাছে পৌছাতে না পারে। এরপর শুরু হয় অপেক্ষা, অপেক্ষার পর অপেক্ষা, এসট্রের উপর পাহাড় জমে। রাতটাও যেনো অপেক্ষার সাথে পাল্লাদিয়ে দী্র্ঘ হয়; রাতের দৈর্ঘ মাপতে মাপতে যখন ক্লান্ত হয়ে যাই, তখন স্বপ্নে দেখি তোমায়, কিছুক্ষন পর....... স্বপ্নের মাঝে হটাত শুনি, ভাইজান ! চা আনছি জন্ম-১৫।০১।২০০৪ ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।