আমাদের কথা খুঁজে নিন

   

চিঠি দিব, প্রতিদিন, চিঠি দিব: খালেদা

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়, আমি মানুষ হিসেবে একটু একটু জ্ঞানী হয়ে উঠি, দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়, আমি সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে এক অচেনা রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যাই নিজস্ব মতিবেদক বৃহত্তর জামায়াতের বিএনপি শাখার মহিলা আমীর আপোষ হীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদ অধিবেশনে বক্তব্য কালে বলেছেন, চিঠি দিব, প্রতিদিন, চিঠি দিব। মার্কিন যুক্ত রাস্ট্রের পতৃকা ওয়াশিংটন টাইমসে চিঠি লিখে জিএসপি সুবিধা বাতিলের আবদার করায় সংসদে সমালোচনার মুখমুখি হলে উত্তরে খালেদা জিয়া এ কথা বলেন। বেগম জিয়া বলেন, কিছু কুলাংগার আমার নামে কুতসা রটায়, আমি নাকি মেটৃক পরিক্ষায় ইংরাজিতে লেটার পাই নাই। আমি সেই সব সালা ঘোচুদের উদ্দেশে বলতে চাই, ইংরাজিতে দুই চাইরটা লেটার লিখার জন্য মেটৃকে ইংরাজিতে লেটার পাওয়া লাগে না। লেটার পাওয়া আমার কাম নহে, লেটার দেওয়াই আমার কাম।

ইংরাজ কবি উইলিয়াম সেক্সপীরও মেটৃকে ইংরাজিতে লেটার পান নাই। কিন্তু তিনি রচনা করেছেন অমর সাহিত্য মেকবেথ হেমলেট ওথেলু ইত্যাদি। রবী ঠাকুর ত ইস্কুলই পাশ দিতে পারেন নাই, কিন্তু গিতাঞ্জলী কাব্যর জন্য নোবেল চাহিয়া তিনি বিভিন্ন বিদেশী বেক্তির কাছে ইংরাজিতে পত্র লিখেই সফল কাম হয়েছিলেন। তাই মেটৃক পরীক্ষায় ইংরাজিতে লেটার পাওয়া কুন বিষয় নহে। আসল কথা হচ্ছে ইংরাজিতে লেটার লিখবার দক্ষতা, যা আমার আছে।

ইয়ে ভি কোই বাত হায়, মহাফুজ আনাম সাথ হায়। আবেগঘন কণ্ঠে বেগম জিয়া বলেন, তিরিশ বচ্ছর ধরে রাজনীতীর পাশাপাশি ইংরাজি অধ্যয়ন করে আসিতেছি। সেক্সপীর আমার পীর। টেনিশন পাঠ করে আমি টেনশন দুর করি। বায়রন আমার আপোষ হীনতার আয়রন।

জর্জ বানাড শ আমি শয়ে শয়ে পাঠ করি। বিডিআরে যখন গুলাগুলি হচ্ছিল, আমি তখন বারান্দায় বসিয়া ফেয়ারঅয়েল টু আর্মস পাঠ করছিলাম। হেফাজতের তান্ডবের সময় পড়ছিলাম টারজান। ইংরাজির খোটা আমায় দিও না বাকশালীর দল। মাইকেল মধুসুদনের পর আমিই দেশে ইংরাজির জাহাজ।

ওয়াশিংটন টাইমস মারফত ওবামার কাছে পাঠান চিঠির দায় শিকার করে বেগম জিয়া বলেন, গুলাপী কাগজে গুটা গুটা মধুময় আখরে লিখেছি সে চিঠি। আমার চিঠি পাঠ করে ওবামা সারাটা দিন পংকজ উদাসের চিটঠি আয়ি হে আয়ি হে চিটঠি আয়ি হে গানটি উদাস হয়ে শ্রবন করেছে। তারপর দিছে জিএসপি বন্দ কইরা। আর আমার সংগে পাংগা লবি? আর আমার পুলাগেরে দেশ হতে খেদাবি? আর আমায় কেন্টনমেন্টের বাড়ি হতে ভাগাবি? বাকশালকে সাবধান করে দিয়ে খালেদা জিয়া বলেন, শেখের বেটী হুশিয়ার। জিএসপির কথা পরে চিন্তা কর।

সামনে আসছে আর্জেস গ্রেনেডের দিন। এইবার আর মিছ নাই। কাচ্চা চাবা যাউংগা। সূত্র: মতিকণ্ঠ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.