আমাদের কথা খুঁজে নিন

   

তোকে ... মেঘের চিঠি ...ইচ্ছে চিঠি...!!!

_______--মৃত--________

দুঃখগুলো তোমার মতন ... তোমার মতন কাছে ডাকে... আপন মনে... দুঃখগুলো অনেক বেশি... অনেক কঠিন... আমার মতন... বোকাটে মন ... দুঃখগুলো , রাতের মতন... হারিয়ে যাওয়া শুখের ওপিঠ ... দুঃখগুলো তুমি কেবল তুমি! রৌদ্র, তোর কি কখনো দীর্ঘশ্বাস পড়ে? অনেক কী কঠিণ মন তোর! কখনো ভাঙ্গিস না! কাঁদিস না.. উফ টুকু ও উচ্চারিত হয়না তোর ভেতর থেকে? এতোটাই কি পাথর হয়ে গিয়েছিস! আমি রোজ দুপুরে , রোদ মাখানো আকাশকে দেখি আর আফসোস করি।কেনো তার বিশালতা খোদা আমাদের মনে দ্যায় না ভেবে অগোচরেই দীর্ঘশ্বাস ফেলি! বিশ্বাস করবি,শ্রীকান্তের গান শুনে বালিস ভেজাই না? চোখে জল আসেনা এমন মিথ্যে বলতে ও চাইনা...কিন্তু বলি।বলতে হয় যখন মা ভাত খেতে ডাকে আর ভেজা চোখে ভাত মাখাতে থাকি তখন! মনকে কঠিণ সুতোয় প্যাঁচাতে প্যাঁচাতে সব চিন্তা প্যাঁচিয়ে গেলো..কিন্তু কই! মন তো কঠিণ হলো না রে! হলো না!! তুই কি করে পারিস ওমন নির্জীব মুখে ঘুরে বেড়াতে? হাসতে-গাইতে-বিড়ি ফুঁকতে! শেষ কবে গ্লাস হাতে নিয়েছিলি বলতো। তুই নিশ্চয়ই সব অক্ষমতাকে চুমুতে চুমুতে গিলে নিস,তাই নারে! ভালোবাসা মানে কেবল যন্ত্রণা রোদ! কেবল দীর্ঘকাল একজনকে মনের ভেতরে বয়ে বেড়ানো! পাথর হবো ভেবে মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছেকে মেরে ফেলেছি! নরম তুলতুলে ভেজা ঘাসে খালি পায়ে হাঁটবো ,তোর হাত ধরে... তুই শ্রীকান্তের মতো করে গাইবি.."পথে পথে চলতে চলতে হঠাত্‍ একদিন থেমে যাবো!" ...আমাদের গায়ে আমাদের হাতের মুঠোয় টুপটাপ করে জোছনা ঝরতে থাকবে...রাত বাড়বে... ঠান্ডা লিলুয়া বাতাস এলে তোর বুকে ঢুকে পড়বো...কত কত ইচ্ছে ছিলো রে রোদ...কত ছেলেমানুশী সখ!! আমি ও পাথর হবো,তোর মতো পাথর বুকে গ্লাসে গ্লাসে শুন্যতা গিলবো... যত কষ্টই হোক উফ বলবো না কখনো! আমি ও পাথর হবো, গোলাপের রং মুছে দেবো... তোর জন্য রোদ! তোর জন্য!! ১১.১১.২০১৩ 'আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে...'

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।