আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি সৌদী আরবের মত একটা বন্ধু দেশকে হারাচ্ছি!

আমি নতুন কিছু পড়তে ভালবাসি আমরা সবাই জানি যে বাংলাদেশেরে সাথে সৌদী আরবের একটা সুন্দর সম্পর্ক অনেক আগে থেকেই স্থাপিত হয়েছে। তারা আমাদের দেশকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিলেন। তাদের দেশে আমাদের অনেক বাংলাদেশী কাজে নিয়জিত আছেন, সেখান থেকে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তারা আমাদেরকে বেশ ভাল চোখেই দেখে আসছিলেন। যদিও মাঝে মধ্যে একটু সমস্যা হয়ে আসছিল কিন্তু মোটের উপর কথা হচ্ছে তাদের সাথে আমাদের বন্ধুত্বটা বেশ ভালভাবেই গড়ে উঠেছিল। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য যে ঢাকায় সৌদি আরব দূতাবাসের কনস্যুলার বিভাগের সেকেন্ড সেক্রেটারি খালাফ আল আলীর খুনের ঘটনার পর রাজকীয় সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশর সম্পর্ক অনেকটা খারাপ হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আর আমরা আমাদের সরকারের উপরও কিছুতেই আস্থা আনতে পারছি না, কারন সরকার কোনভাবেই কোন খুনের বিচার করতে পারছেন না (নাকি করছেন না?)। এটা তো বিদেশের সাথে আমাদের সম্পর্কের কথা বলছি কিন্তু আমাদের দেশেও যে সকল খুনের ঘটনা ঘটছে সেগুলোরও বিচার তারা করেনি, এমনকি কয়েকদিন আগে দু'জন প্রখ্যাত সাংবাদিক তহ্যার পরেও তারা এটার কোন ক্লু বের করতে পারেননি অথবা করেননি! সেক্ষেত্রে একজন বিদেশী মানুষকে হত্যার বিষয়টা সরকার কিভাবে যে নেবে সেটাই এখন ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের এখন আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা কি সৌদী আরবের মত একটা বন্ধু দেশকে হারাচ্ছি! সরকারের কাছে আমরা জোর দাবী জানাই, যে করেই হোক সংশ্লিষ্ট খুনিদেরকে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলোক শাস্তির ব্যবস্থা করুন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.