আমাদের কথা খুঁজে নিন

   

কারও জন্মদিন বের করার কৌশল

অনেক সময় দেখা যায় কেউ তার জন্মদিন বলতে চান না। হয়ত এটা না জানানো এক ধরণের আর্ট ভাবতে পারেন তিনি। তাই বলে আপনিও যে কম দৌড়ান না এটাও তো বুঝিয়ে দিতে হবে নাকি। যে কারও জন্ম তারিখ বের করার কৌশল বলে দিচ্ছি এখন। একটু হিসেব কষতে হবে এই যা।

অনেকে জেনেও থাকতে পারেন। চলুন শুরু করা যাক- * প্রথমে জন্ম তারিখ এর সাথে ২০ গুণ দিতে হবে * এরপর গুণফলের সাথে ৭৩ যোগ * ফলাফলের সাথে ৫ গুণ * এরপর মাস নম্বর যোগ করতে হবে (জানুয়ারী হলে ১, ফেব্রুয়ারী হলে ২ এরকম) * ফলাফলের সাথে এবার ৩৬৫ বিয়োগ দিতে হবে সংক্ষেপেঃ জন্মতারিখ x ২০ + ৭৩ x ৫ + মাস এর ক্রমিক নম্বর – ৩৬৫ ব্যাস তাহলেই আপনি জেনে নিতে পারবেন জন্মদিন কবে। উদাহরণ বাদে ব্যাখ্যা বড্ড পানসে। তাই . . . . ধরুন আপনার জন্মদিন ২৬শে মার্চ। তাহলে হিসেবটা কেমন হবে দেখে ফেলি * ২৬x২০= ৫২০ * ৫২০+৭৩= ৫৯৩ * ৫৯৩ x ৫= ২৯৬৫ * ২৯৬৫+৩= ২৯৬৮ (যেহেতু মার্চ মাস বছরের ৩ নম্বর মাস) * ২৯৬৮-৩৬৫= ২৬০৩ ফলাফলের প্রথম দুটো অংক জন্মতারিখ আর শেষ দুই অংক মাস নির্ধারণ করবে।

অর্থাৎ ২৬ মার্চ। নিজের জন্মদিন দিয়ে একবার হিসেব করে দেখুন। মজা লাগবে আশা করি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.