আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয়দের কিছু মনোভাব আমাদের সম্পর্কে

এডিটেড ব্যাক্তিগত কিছু কাজে ভারতে আছি। এর আগে পড়ালেখার জন্য ভারতে অবস্হান করেছি। ফলে ভারতীয়দের মানসিকতার অনেক কিছুই বুঝতে পেরেছি। সেখানে প্রথমেই যে জিনিসটিতে আমি আশ্চর্য হলাম তা হল তারা বাংগালী বলতে কেবল হিন্দুকে বোঝে। এধরণের অনেককেই পেয়েছি।

সবাইকেই বুঝিয়েছি যে বাংলাদেশে হিন্দু-মুসলিম সবাই বাংগালী। পরে আসল ব্যাপারটা টের পাই। আসলে পশ্চিম-বংগে যত মুসলমান আছে তাদের অধিকাংশই বিহার,উত্তর-প্রদেশ,দিল্লীসহ বিভিন্ন স্হান থেকে যাওয়া যারা হিন্দী বলতেই বেশী স্বাচ্ছ্যন্দবোধ করে। পশ্চিমবংগে খাঁটি বাংগালী মুসলিম তুলনামূলকভাবে কম। ফলে ভারতীয়রা মুসলিমদের কিছুটা হলেও অবাংগালী ভাবে।

তবে এখন মনোভাব কিছুটা হলেও চ্যান্জ হচ্ছে। আরেকটা ব্যাপার হল ভারতে অনেকেই বাংলাদেশীদের নিচু জাত ভাবে। বাংলাদেশী পরিচয় প্রকাশ পেলেই তাদের এই চেহারাটি আপনার বোধগোম্য হবে। আর বাংলাদেশী পরিচয় না দিলে ওরা আপনাকে সেরকম আচরণ করবেনা। ওরা ভাবে ৭১ এ যুদ্ধটি ভারত-পাকিস্তান যুদ্ধ।

তিন ভারতীয় মুসলমান বন্ধু ছিল যারা বাংলাদেশ স্বাধীন হওয়াকে ভালো চোখে দ্যাখে বলে মনে হয় নি। তারা এব্যাপারটিকে নিছকই পাকিস্তান ভাংতে ভারতীয় চাল এবং আমাদের উস্কে দিতে ভারতের রাজনীতি বলে মানতেই বেশী পছন্দ করে। সেখানে এক নেপালী মুসলিম ফ্রেন্ড ছিল যে মধ্যপ্রাচ্য ও সেখানে ইহুদী-খ্রীস্টানদের রাজনীতি নিয়ে বেশ আগ্রহী ছিল। তার কাছে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ রীতিমত অবিশ্বাস্য ব্যাপার ছিল। প্রথমেই আমার মুখ থেকে শুনে তার বিশ্বাসই হচ্ছিল না পাকিস্তান আর্মি এদেশে ৩০ লাখ মানুষ মেরেছে আর লাখ লাখ নারীর ইজ্জত লুটেছে।

তার মানতে কষ্ট হচ্ছিল দুইটি মুসলিম দেশ কিভাবে যুদ্ধে জড়ালো। তবে সেও ৭১ পাক-ভারত যুদ্ধের কথা জানে। পরে তাকে অনেক বোঝালাম প্রায় পুরো কাহিনী। জানিনা ব্যাটার মেন্টালিটি এখন কি। তবে একটা জিনিস আমি নিশ্চিত বাংলাদেশীদের তুলনায় ভারতীয়দের দেশপ্রেম অনেক বেশী।

তবে একথাও ঠিক আমার অনেক বন্ধুই বাংলাদেশকে পাকিস্তানের মতই একটি দেশ ভাবে। আমি তাদের সকলকেই সবসময় বুঝিয়েছি বাংলাদেশ আর পাকিস্তান এক নয়। বরং বাংলাদেশে গত ২১ বছর ধরে লাগাতার গণতন্ত্র আছে। আরও অনেক কিছুই লেখার ইচ্ছা আছে। তবে পোস্ট দীর্ঘ করলাম না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.