আমাদের কথা খুঁজে নিন

   

জন্মেছিলাম তিলোত্তমা এক সময়ে

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। জন্মেছিলাম তিলোত্তমা এক সময়ে জন্মেছিলাম তিলোত্তমা এক সময়ে ক্রমে তা হারিয়ে গেছে সময়ের নগ্নতার উদরে চারদিকে এখন শুধু অস্থির সময়ের বোবা আস্ফালন সুস্থ সময়কে খাবলে ধরেছে খুন-রাহাজানি-ধর্ষণ-নির্যাতন মানুষে মানুষে নেই আর বিশ্বাসের বাঁধন ভোতা অনুভূতির টানে বিপর্যস্ত জীবন। এসব থেকে ছিটকে পড়া ছোট্ট দু'একটা ক্ষণ সামনে এসে দাঁড়ায় যখন নিজকে ভেঙে-চূড়ে দেখি তখন আমিও বিষাক্ত হয়ে গেছি আজ অভিশপ্ত সময়ের দীর্ঘশ্বাসে যে আমি জন্মেছিলাম তিলোত্তমা এক সময়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।