আমাদের কথা খুঁজে নিন

   

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র নতুন কর্মসূচি 'ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২'

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ ২০০৮ সালে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রথমবারের মত একটি চার মাসব্যাপি ‌'১ম ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা'র আয়োজন করেছিল। কর্মশালাটি সাফল্যের সঙ্গে শেষ হয়েছিল। সেই কর্মশালায় ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছিল। গত তিন বছর আমরা অনেক রকম কর্মসূচির আয়োজন করলেও চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করিনি। এই বছর (২০১২ সাল) আমরা আবার একটি 'ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা'র আয়োজন করতে যাচ্ছি।

এইটা হবে আমাদের ২য় চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। এই কর্মশালাটিও হবে চার মাসের। সপ্তাহের দুই দিন শুক্র ও শনিবার ক্লাস থাকবে। শুক্রবার সারাদিন, সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এখানে তত্ত্বীয় বিষয় থাকবে ৩০ ভাগ এবং ৭০ ভাগ থাকবে হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ।

কর্মশালাটি আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। আগামী মার্চ ২০১২ এর শেষ সপ্তাহ থেকে কর্মশালাটি শুরু করতে পারব বলে আশা করছি। আশা করছি, কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের নিবন্ধনের জন্য খুব শীঘ্রই আমরা আনুষ্ঠানিক প্রচারণায় যেতে পারব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.