আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজন করছে 'চলচ্চিত্র পাঠচক্র ২০১৩' ....

আমার এই পথ চলাতেই আনন্দ..... আমাদের জন্য আনন্দের সংবাদ হলো ২০১১ সালের পর ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আবার ঢাকায় 'চলচ্চিত্র পাঠচক্র' শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে এই আয়োজনের অংশীদার হয়েছে। ফলে এই বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে 'চলচ্চিত্র পাঠচক্র ২০১৩' আয়োজন করছে। 'চলচ্চিত্র পাঠচক্র' হবে তিনমাসের। সপ্তাহে দুইদিন।

শুক্রবার সারাদিন, শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। আবেদনপত্র সংগ্রহ করা যাবে ৩০ মার্চ থেকে। সাক্ষাৎকারের মধ্য দিয়ে বাছাই করেই আবেদনকারীদের নিবন্ধন করানো হবে। পাঠচক্রে অংশগ্রহণে আগ্রহীদের ক্ষেত্রে তরুণ এবং শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আবেদনপত্র সংগ্রহ করতে হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার (লিফটের ৬-এর) ৭০১ নং কক্ষ থেকে।

বরাবরের মতই আমরা সকলের উৎসাহ এবং সহযোগিতা আশা করছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।