আমাদের কথা খুঁজে নিন

   

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‌'অনিবার্য' এর উদ্ধোধনী প্রদর্শনী

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

চলচ্চিত্র 'অনিবার্য' এর উদ্ধোধনী প্রদর্শনী ৫০ বছর আগেও বাংলাদেশে মেয়েদের ঘরের বাইরে খুব একটা দেখা যেত না। তাদেরকে থাকতে হত ঘরের মধ্যে, পর্দার আড়ালে। আর এখন প্রতিদিন সকালে ঢাকা'র অথবা দেশের যেকোনো অন্ঞলের মেয়েদের দেখা যায়- রাস্তায়, কর্মব্যস্থ অথবা কর্মের সন্ধাণে ছুটতে। দেশের পোশাকশ্রমিকদের প্রধান অংশই নারীশ্রমিক। এবং তারা তাদের দাবির, অধিকারের প্রশ্নে সোচ্চার।

বিগত ১০ বছরের জাতীয় সংবাদপত্রের পাতায় পাতায় ছড়িয়ে আছে সে সংবাদ এবং চিত্র। পুলিশি নির্যাতন, মালিক পক্ষের গুণ্ডাদের সন্ত্রাসী আক্রমনের পরও তাঁরা তাদের দাবী আদায়ে মরিয়া। যা আরোও জোরালো আগামীর আগমনী বার্তা দেয়। পোশাকশ্রমিকদের এই অধিকারের লড়াই নিয়েই বেলায়াত হোসেন মামুন নির্মাণ করেছেন তাঁর প্রথম প্রমাণ্য চলচ্চিত্র 'অনিবার্য' । চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

'অনিবার্য' ম্যুভিয়ানা'র প্রথম প্রযোজনা। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি 'অনিবার্য' চলচ্চিত্রটির উদ্ধোধনী প্রদর্শনীর আয়োজন করেছে। আগামীকাল ০১ মে, রবিবার, বিকাল ৫.৩০মিনিটে, বাংলাদেশ ফিল্ম সেন্টার মিলনায়তনে (১৬০, লেকসার্কাস, কলাবাগান, ধানমণ্ডি, ঢাকা) উদ্ধোধনী প্রদর্শনী হবে। মহান মে দিবসে উদ্ধোধনী প্রদর্শনীর পর চলচ্চিত্রটি নিয়ে কথা বলবেন, চলচ্চিত্র নির্মাতা এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, মোরশেদুলইসলাম, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক সুশীল সূত্রধর, চলচ্চিত্র সমালোচক সাব্বির চৌধুরী, ডা. জহিরুল ইসলাম কচি, কবি টোকন ঠাকুর, শিল্পী সব্যসাচী হাজরা, সমালোচক ফাহমিদুল হক-সহ উপস্থিত চলচ্চিত্র সংসদ কর্মী ও দর্শকবৃন্দ। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।

প্রামাণ্য চলচ্চিত্র 'অনিবার্য' চিত্রগ্রহণ ও পরিচালনা: বেলায়াত হোসেন মামুন। ভাবনা: জেসমিন আরা মলি, সব্যসাচী হাজরা, বেলায়াত হোসেন মামুন। শব্দ ও সম্পাদনা: সাইফুল ইসলাম জার্নাল। আলোকচিত্র সরবারাহ: কামরূল ইসলাম কাইউম। প্রযোজনা: ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

নির্মাণকাল: ২০১১।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.