আমাদের কথা খুঁজে নিন

   

তথ্যপ্রযুক্তির এই যোগে এতটুকু সচেতনতা না থালেই নয়

আমি অমানুষ, সব মানুষের সাথে আমার বাস। নাকি মানুষ আমি, আমার বসবাস সব অমানুষের সাথে শীতাতপ নিয়ন্ত্রীত, ছিমছাম , ওয়েল-ফার্নিস্ড এবং নিরিবিলি একটি অফিসে সেলিম হাউলাদার গেলেন তার কাজটি সারার জন্য। কথা বলছেন একজন কর্মকর্তার সঙ্গে, হঠাৎ কানে আসলো বিকট শব্দ (মোবাইল এর রিং)। মোবাইল ওয়ালা লোকটি সবার মনোযোগ কেড়ে নিল মুহুর্তের মধ্যেই। দু একজন বিরবির করে বলাবলি করছেন-------------।

এটি বানানো একাটি গল্প। হয়তো প্রতিদিন ঘটছে এরকম হাজারো ঘটনা, অফিসে, গাড়িতে, শেণীকক্ষে,,,,,,,,,,, । । । ।

সবাই যে অল্পশিক্ষিত তাও নয়, মোবইল জোরে বেজে উঠল শুধু তা নয় এধরনের কান্ডঞ্জাণহীণেরা নিশ্চিন্তে হাই মাউ করে বলে যাচ্ছে প্রয়োজনিয়- অপ্রয়োজনিয় কথাগুলো। ব্যাচেল্যার মেস(রাতে শুয়ে শুয়ে), বাস বা ট্রেনের পাশের সিটেও চলছে বিরামহীন (গার্লফ্রেন্ডে সাথে) কথা । সরাসরি তাদের প্রতি বিরক্ত প্রকাশ করতে না পারলেও ততে ক্ষতি কি । ব্লগ, ফেইসবুক, টুইটার তো আছেই । আমার মতো যারা এই ধরনে বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি চান সবাই লিখতে শুরু করুন ব্লগে নাতো ফেইসবুকে ।

ঈনশাল্লাহ তাহাদের সুনজরে আসবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.