আমাদের কথা খুঁজে নিন

   

দেশে তথ্যপ্রযুক্তির নতুন কর্মসূচিতে চীনের আগ্রহ

তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সঙ্গে চীনের রাষ্ট্রদূত মি. লিজুনের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নের প্রশংসা করেছেন। বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্যও গুরুত্ব দেন তিনি। বৈঠকে চীন সরকারের সহযোগিতায় বাস্তবায়নাধীন ইনফো সরকার প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। চীন বাংলাদেশের তথ্যপ্রযুক্তিতে গৃহীত নতুন কর্মসূচিতেও সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাফা কামাল উদ্দিন, ইনফো সরকার প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম, বিসিসির পরিচালক জাবেদ আলী সরকার ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবদুল বারী।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.