আমাদের কথা খুঁজে নিন

   

তথ্যপ্রযুক্তির ২০১২ প্রত্যাশা ২০১৩ @ Prothom-Alo

তথ্যপ্রযুক্তির ২০১২ প্রত্যাশা ২০১৩ @ Prothom-Alo - গত বছরের ডিসেম্বর এ অনলাইন পেমেন্ট চালু হয়েছে এই কথা ঠিক না, বরং গত বছর বাংলাদেশে অনলাইন পেমেন্টের প্রসার হয়েছে। বাংলাদেশে BRAC অনলাইন পেমেন্ট (i-gate) চালু আছে ২০১১ থেকে এবং http://www.upoharbd.com এ এই পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা হয় ২০১২ জানুয়ারিতে। গত বছর প্রায় ১০০০+ কাস্টমার অনলাইন-এ গিফট অর্ডার দিয়ে আমাদের ব্রাক এবং bKash পেমেন্ট গেটওয়ের মধ্যমে অর্ডার কমপ্লিট করেছেন। UpoharBd.com বাংলাদেশের অন্যতম অনলাইন শপিং ও গিফ্ট ওয়েবসাইট এবং ১০০০+ অর্ডার আমাদের টোটাল অর্ডারের অনুপাতে তেমন বেশী কিছু না। কিন্তু আসল কথা হলো 'শুরু' হওয়া এবং অনলাইন ভিজিটরদের অর্ডার দিতে ও পেমেন্ট করতে হেল্প করা। বর্তমানে বাংলাদেশে একটি অনলাইন বিজনেস খুলে পেমেন্ট গেটওয়ে-র জন্য অনেক ডকুমেন্ট দিতে হয় কিন্ত পুরো প্রসেসটাই অনেক ঝামেলার। এই ঝামেলা e-commerce ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড় বাধা। আগামী বছরের প্রত্যাশা হবে সহজ নীতিমালা ও সেটআপ ইন্সট্রাকশন। দেশ এগিয়ে যাচ্ছে এবং আমরাও তৈরী আছি .......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.