আমাদের কথা খুঁজে নিন

   

ফেবুতে বাংলা পেজ গুলার সমস্যা কি ????

উপায় নাই গোলাম হোসেন ! ফেসবুক খুললেই আজকাল মেজাজ টা চরম খারাপ হয়া যায় বাংলা পেজ গুলা যা শুরু করসে অসহ্যকর !!! অমুক জোকস শুনতে হলে তমুক পেজ এ যান ব্লা ব্লা ব্লা ................আজকে এক জোকস শুনতে গিয়া ৩ টা পেজ ঘুরতে হইসে। অনেক পেজ আবার ব্ল্যাকমেইল করে লাইক আদায় করে !! একটা বাচ্চার ছবি দিয়া বলব আমাকে তোমরা কয়টা লাইক দিবা , কোন কোন পেজ এর এডমিন আবার ডিরেক্টলি বেহায়ার মত লাইক চায়া বসে। ৩০০ লাইক মাস্ট, একই জোকস হাজারটা পেজ দেয়। আরে নিজের যোগ্যতা থাকলে একটা নতুন জোকস বানা না আর ওইটা বানানোর যোগ্যতা না থাকলে এডমিন হইসস ক্যান ?? অভস্তা এমন হইসে ঐ পেজ গুলার ভিড়ে ফ্রেন্ডদের ফেবু স্ট্যাটাসই পাওয়া যায় না !!! এক ছাগল এডমিন লেখসে আপনি সকালে দাঁত ব্রাশ করে থাকলে লাইক দেন !!! এইসব বাল-ছাল (সব না) পেজ সামনে পরলেই হইসে কুবায়া আনলাইক দিমু

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.