আমাদের কথা খুঁজে নিন

   

জুরাইন সরকারি গোরস্থান গুরে এসে কিছু কথা......

আমি কার পক্ষে নই, আমি সেই পক্ষে, যে পক্ষে ঘুমিয়ে আছে ৩০ লক্ষ শহীদ যখন তাজরিন গার্মেন্টসে আগুন লেগে প্রায় ১৫০ জন মানুষের মৃত্যু হল,এদের অনেকের চেহেরা বুজা যায় না,এদের কে এইখানে কবর দিয়েছিল তখন আমি চেষ্টা করেছিলাম সেখানে যাব, তখন আমার জাওয়া হল না, কিন্তু এবার সময় পেয়ে গুরে আসলাম,আমরা ৪ জন, জায়গা অনেক বড় এবং পুরনো, এখন আবার জায়গার পরিধি আস্তে আস্তে বাড়াচ্ছে, প্রথমে ঢুকতে অনেক বড় জায়গা টা পরে,যার অরদেকটাই খালি, কিন্তু আমরা ভিতরে ঢুকতে লাগলাম, প্রথম মাঠের শেষ মাথা থেকে শুরু হল গণকবর পাশ দিয়ে হাটতে হাটতে সামনে আগাতে লাগলাম এখন চারপাশ শুধু কবর, পাশ দিয়ে হাটি আর কবরের নাম পড়ি আর দেখি কবে মারা গেছেন, আমার কেমন জানি লাগতে শুরু করল,মনে হয় এত কবর আর এক সাথে দেখেনি বলে,আমার মাথা স্থির হয়ে আসছে, আমি হাটি সামনের দিকে আর এদিক ওদিক তাকাই,মাঝে মাঝে কবরের পাঁশে তাদের স্বজনদের দেখা যায়,এসে কবরের একটু দেখা শুনা করে আর দোয়া দুরুদ পরে, আমার কাছে একটা জিনিস চোখে পরল,যে সেখানে পুরুষের চেয়ে মহিলাদের বেশি দেখলাম,আমি দেখিচি সেখানকার সকল মানুষের মলিন মুখ, কারো মুখে হাসি দেখিনি,সবাইকে দেখেছি খুব আস্তে করে কথা বলতে, কাও কে এবার কাদতে দেখেছি, হয় ত এখানে তারা প্রতিদিন আসে না অনেক দিন পর পর আসে দেখে যায়, স্বজন হারানোর যন্ত্রণা একটু এখানে কমিয়ে যান, আভাবে প্রায় ১ ঘণ্টা গুরে সেখান থেকে চলে আসলাম এবার আমার কিছু প্রশ্ন জাগল, আমরা যারা সেখানে দেখতে যাই বা কেও তাদের স্বজন দেখতে যায়,সবাই এবার এখানে আস্তে হবে, এ কথা সবার অন্তরে ঘাথা আছে কিন্তু তা বাস্তবে তার চরিত্রের সাথে ফুটিয়ে তুলতে পারে না, যদি সবাই ভাবে সেখানে সঙ্গে কি নিয়ে যান? এই পৃথিবীতে কি ছিল তার? কার জন্য এই পৃথিবীতে এত হানা হানি,কাটা কাটি? এই পৃথিবীতে খুব স্বল্প সময়ের জন্য আমরা এসেছি, এবার আমরা চলে জেতে হবে, নতুন কাওকে আমাদের জায়গা দিতে হবে, আমাদের আদর্শে ঘরে উঠবে আগামী প্রজন্ম তাই আমরা এই স্বল্প সময়ের সঠিক ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।