আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ব জুরাইন- ৫ম কিস্তি



বালু চরের মেলা ছিল আমাদের জন্য একটা বিরাট আকর্ষন। প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন মেলা বসত। সেটা শ্যামপুর বাজার পেরিয়ে অনেক দুর। একটা ভাঙ্গা প্রায় রেল গাড়ির ব্রিজ আমাদের পার হতে হত। মেলায় আমাদের সবচেয়ে প্রিয় ছিল কাঠের বন্দুক আর টিনের তৈরী স্টিমার।

এখন কি বালু চরের মেলা হয়? আগের সেই উৎসাহ কি এখনকার বাচ্চাদের মধ্যে আছে? মাটির খোল দিয়ে একটা টানা গাড়ি কিনতে পাওয়া যেত। দুটো কাঠের লাঠি একটার পর একটা রংগিন কাগজে বারি দিত আর একটা সুরেলা আওয়াজ তুলত। আমরা বলতাম ভটভট গাড়ি। খুব অল্প পয়সায় পাওয়া যেত হজমী। দুই টাকার হজমী কিনলে নিজেকে মনে হত বাদশাহ।

মানে অনেক কিছুর মালিক। আচ্ছা হজমী ওয়ালাদের আজকাল দেখি না। জিনিষটা কি হারিয়ে গেল নাকি??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।