আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ব জুরাইন- ২য় কিস্তি



ইদানিং কালের বাচ্চাদের ব্যাপারে আমার ধারনা নাই । তবে আমাদের সময় স্কুলে মার সাথে কিন্বা বাবার সাথে যাবার কোন সুযোগ আমার হয়নি। আমরা দল বেধে স্কুলে যেতাম। আমার যতদুর মনে পড়ে স্কুল ব্যাগ টানতে আমার ঘাড় ব্যাথা করত না। আমাদের স্কুল গুলোর মালিক কিন্বা পরিচালকরা মনে হয় তখনো স্কুল লেভেলে পন্ডিত বানানোর ব্যাপারটায় ঢুকতে পারেননি।

আমার স্কুল শেষ হয়ে যেত সকাল সকাল । খুব বেশী হলে এগারটার দিকে । সারাদিন খেলার অনেক সময় পেতাম । আমাদের খেলা মানে কিন্তু এখনকার মত কম্পিউটারে না। এই যন্ত্রটার নাম কিন্তু আমরা শুনেছি কিন্তু তখনো দেখি নাই।

খেলা মানে মাঠে .... তখনো আমরা পুরোপুরি পুরুষ হয়ে উঠতে পারি নাই । তাই আমার খেলা মানে বরফ পানি অথবা কানা মাছি। তখন অবশ্য পলাশ ভাইরা ফুটবল কিন্বা ক্রিকেট মাঠে বল ধরার কাজ শুরু করে দিয়েছে । আর আমরা মাঠের ধারে বসে তাদের সাহসিকতা দেখে অনুপ্রানিত হচ্ছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।