আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার অন্যতম দামী গাড়ীর কথা

উপরের ছবির গাড়ীটির নাম 'বুগাট্টি ভেরন' মডেল ২০১১। এটা দুনিয়ার অন্যতম দামী গাড়ীর একটি। এর ভিতরের কারিগরী কিছু ফিরিস্তি শুনুন: এটা ২ সিটের কুপে। অল হুইল ড্রাইভ মানে সবগুলি চাকাই পাওয়ার দেয়। এর ইন্জিন ক্যাপাসিটি ১৬ সিলিন্ডার ভি-৮, ৮০০০ সিসি।

এর ইন্জিনের ক্ষমতা ১০০১ হর্স পাওয়ার (৬০০০ আরপিএম এ ঘোরার সময়)। জানেন কি পৃথিবীর শ্রেষ্ঠ মেইন ব্যাটল ট্যাংক- আমেরিকার এম১এ১ আব্রাম এর ক্ষমতা ১৫০০ হর্স পাওয়ার মাত্র! এতে ১০ টা রেডিয়েটর আছে, ইন্জিনকে ঠান্ডা করা সহ বিভিন্ন কাজ কামের জন্য। এটার সর্বোচ্চ গতি ২৫৩ মাইল প্রতি ঘন্টায়। রামপুরা- মালিবাগ রোডে চালানো যাবে কিনা জানিনা। এটার শুন্য থেকে মানে দাড়ানো থেকে ঘন্টায় ২৫০ মাইল গতিতে উঠাতে ৪২.৩ সেকেন্ড লাগে! আর সবশেষে দামটা? হ্যাঁ এর দাম এফওবি প্রাইস (FOB Price) প্রায় ২৩ লাখ ডলার, আর এর সাথে বাংলাদেশের জন্য প্রযোজ্য প্রায় ৪০০% ট্যাক্স ধরুন।

কত হল? স্বপ্নে যখন খাব তো ঘী দিতে কন্জুসী কেন (সৈয়দ মুজতবা আলী)? বাকি গাড়ীর খবর আরেকদিন। ধন্যবাদ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।