আমাদের কথা খুঁজে নিন

   

রানওয়ে

রানওয়ে ছেড়ে চাকা উঠে গেল বাক্সে রূপালী ডানা উড়ে গেল প্রপেলারে সবুজাভ মাঠ মিশছে কুয়াসায় উড়ছে পাখি সূর্যের কাছাকাছি ওড়না রুমালে মুছে জানালার জল বাইরে বৃষ্টি ভিতরে পানি যে বইছে সন্ধ্যা নামবে, হলুদ ফড়িং ডানাহীন মন হারা মেয়ে কঠিন ব্যথাটি সইছে বিনিদ্র শিলা ঝরণা উপত্যকায় হরিণের দল ফিরে গেছে স্মৃতিচোখে জোনাকীর দল শীতল রাত্রি আলোয় বালিকা তখন মন খারাপের দেশে সুতো আছে সুঁই রঙিন কাপড় টুকরো উপাদান আছে পুতুল হবে না বানানো পাখি নিয়ে গেছে নরম ঠোটর গল্প পুতুলের গলা চকলেট রঙ রাঙানো ডাকপিয়নের মেঘ পকেটের জামা চিঠিতে চিঠিতে অযথা ঘন্টা বাজায় পাতার শিরায় ফিরে আসা অণু ক্ষণ ডায়েরীর রুলে কষ্ট কবিতা সাজায় রানওয়ে ছেড়ে চাকা গিয়ে ছিল বাক্সে রূপালী ডানা উড়ে ছিল প্রপেলারে সবুজাভ মাঠ মিশছিল কুয়াসায় উড়ছিল পাখি সূর্যের কাছাকাছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।