আমাদের কথা খুঁজে নিন

   

তারেক মাসুদ, রানওয়ে ও একটি অটোগ্রাফ

লেখা তো যায় ই , ভাল লেখা হয় না আর কি ;) আজকে টেবিলের খাতাপত্র ঘাটতে গিয়ে হটাৎ ই একটা জিনিস লক্ষ্য করলাম। অনেক দিন থেকেই জিনিসটা চোখের সামনে ছিল অথচ খেয়ালই করিনি। একটা সামান্য পোস্টকার্ড সাইজ কার্ড। কার্ডটি হলো তারেক মাসুদের রানওয়ে ছবির একটি স্যুভেনিয়ার। আজকে লক্ষ্য করলাম যে কার্ডটি শুধুমাত্র একটি কার্ড নয়, এতে তারেক মাসুদের একটা অটোগ্রাফও আছে !! তারেক মাসুদ....বাংলাদেশের চলচ্চিত্রে যিনি এক নতুন ধারার সৃষ্টি করেছেন।

এনাকে নিয়ে লেখার যোগ্যতা হয়ত আমার নেই কিন্তু তাঁকে যেমন দেখেছি, তাঁর কাজ যেমন দেখেছি চলচ্চিত্র জগতে এরকম অসাধারন ব্যক্তিত্ত সম্পন্ন মানুষ হয়তো কমই আছে। তাঁকে দেখেছি বলতে রানওয়ে ছবি দেখতে যাওয়ার সময় কয়েক ঘন্টার জন্য দেখা। মানুষ ভীড় জমাচ্ছে তার ছবি দেখার জন্য, একটা শো শেষ হচ্ছে অনেক মানুষ বের হচ্ছে আবার অনেকে যাচ্ছে পরের শো দেখার জন্য কিন্তু তারেক মাসুদ কে দেখলাম অডিটরিয়ামের বাইরে একবিষ্ট মনে বসে আছে। হয়তো কখনোও টিভি ক্যামেরা আসছে, তিনি একের পর এক সাকক্ষাৎকার দিয়ে যাচ্ছেন আর প্রতিটি শো শুরুর আগে দর্শকদের উদ্দেশ্যে তাঁর ছবি সমন্ধে, বর্তমান চলচ্চিত্রের অবস্থা সমন্ধে বলছেন। তাঁর একটি কথাই এখন মনে আছে, তিনি বলেছিলেন যে আমরা যেন হলমুখো হই তাতে করে এমনিতেই বাংলাদেশের চলচ্চিত্রের এই দুরবস্থা কাটিয়ে উঠবে, আরও ভালো ভালো ছবি তৈরী হবে।

হয়তো তারেক মাসুদ এখন নেই কিন্তু তাঁর কাজ এখন আমাদের মাঝে আছে। তাঁর কাজই তাকে বাঁচিয়ে রাখবে প্রতিটি মানুষের মনে। আসলেই .... মানুষ বেচে থাকে তার কর্মের মধ্যেই। তাঁর এই দেখানো পথ ধরেই হয়তো বাংলা চলচ্চিত্র আবার তার পুরোনো জৌলুস খুঁজে পাবে, নতুন পুরোনো পরিচালকের হাত ধরে আসবে বিকল্প ধারার ছবি, মানুষ আরোও হলমুখো হবে আর এভাবেই হয়তো তারেক মাসুদের স্বপ্ন পূরনের দিকে চলবে। তাঁর আত্নার শান্তি কামনা করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.