আমাদের কথা খুঁজে নিন

   

ও বিপিএল , ও বিপিএল তুমি কুথায় ???

পরথম পরথম বিপিএল রে মনে হইতেছিল বলিউড প্রিমিয়ার লীগ । কারণ যে হারে বলিউডের আধান্যাংটা সংস্কৃতির উপরে বিপিএল এর কর্মকর্তাদের নির্ভরশীলতা দেখেছিলাম তা থেকে এমন ধারনা জন্মানোটা স্বাভাবিক । উদ্বোধনীর দিনে ছাগলু ড্যানি এন্ড ইন্ডিয়ান মহিলা দিয়া চ্যানেল নাইনের উপস্থাপনা আমার মাথার তার ছিড়তেছিল । তারপর বাংলাদেশি শিল্পীদের দুর্বল উপস্থাপনা এবং ঠোটমিলানো সংগীত মনে ডুবন্ত সূর্যের আলো দিলেও রাগে পুরা কানা হাবলু হইয়া গেলাম বিপিএল এর কুত্তা তাড়ানো ঠিম সং শুনে । আর ঠিম সং বানাইছে ইন্ডিয়ার বিশিষ্ট দু পেয়ে দুধের হাতি বাপ্পি ।

তারপর আমার এ জীবনে শোনা সবচেয়ে বাজে গান কলাভেড়ী ডি বমি আসা নাচ দেইখা মনে হইল গ্লাসের পানিতে ডুব দিয়া মরি । তারপর যখন মুন্নি র বদনা-ম করা শুরু করল তখন ভাবলাম এবার ভাটুই গাছে গলায় দড়ি দেই । তখন আপনাদের হাবলি (আমার ইয়ে.... ) আমারে বলল যে আর কডা দিন দেইখা মর । তা না হইলে উপরে যাইয়া আপচুচ করবা (কি আপচুচের কথা) । কিছু দিন পর দেখলাম হাবলি ঠিকই কইছে ।

অপেক্ষা কইরা লাভ হইছে । কারণ ১| বাপ্পি হাতিড়ির ঐ কুত্তা তাড়ানো ঠিম সং আর কেউ শোনে না (কুকুর ও শোনেনা) ২|মহিলা উপস্থাপক পরথম পরথম খারাপ লাগলেও এখন ওরে ভাল লাগে (হাবলিরে বইলেননা যেন ) । কারণ টাকার জন্য হোক কিংবা নিজের আবেগের বশে হোক সে বাংলাদেশ সম্পর্কে অনেক ভাল ভাল পজেটিভ কথা বলতেছে যা সার পৃথিবীর মানুষ শুনতাছে দেখতাছে । বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহি অনুষ্ঠানে যাচ্ছে এবং সেই ঐতিহ্যের সাথে মিল রেখে পোশাক পরতেছে । যেমন পয়লা ফাল্গুনের সাথে মিল রেখে হলুদ শাড়ি পরেছে তারপর ২১শে ফেব্রুয়ারিতে সে শহীদ মিনারে ফুল দিতে গেছে এন্ড ইত্যাদি ভালো কাজ করেছে ।

৩|হাবলি আমারে কইছিল যে বাংলাদেশে টাকা দিলেও কাজের বুয়ারাও আসতে চায় না আর ইন্ডিয়ান রা টাকার লোভে এদেশে আসে কাজেই আমাদের দেশের বুয়ার মান সন্মান ওদের থেকেও বেশি । হে হে পরথমে বিদেশী খেলোয়াড় দের প্রাধান্য থাকলেও এখন দেশী পোলাপাইন গো রাজত্ব । ওরে কি শান্তি রে । মনে হইতেছে লুঙ্গি উচাইয়া বিপিএল দেখুম আহা কি শান্তি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।