আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল নামা

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই বিপিএল এখন শাহবাগের মতই উত্তপ্ত ও জমজমাট। প্রতিটি ম্যাচে ক্রিকেট প্র্বেমিরা রোমাঞ্চকর অনুভূতি নিতে পারছেন। এখন পর্যন্ত কেবল মাত্র ঢাকা ও সিলেট সেমিফাইনালে পৌঁছে গেছে এবং খুলনা বাদ পড়ে গেছে। বাকি দুটি শুন্য স্থান পূরণের সম্ভাবনা সবগুল দলেরই আছে। এবারের বিপিএলের বড় পাওয়া আমার দেশের ক্রিকেটাররা চমৎকার পারফর্মেন্স করছেন।

শীর্ষ পাঁচ জন রান সংগ্রহকারীর ৩ জন বাংলাদেশের। বাঘা বাঘা সব খেলোয়াড়কে পেছনে ফেলে সবচেয়ে বেশি রান শামসুর রহমান। বিপিএলের আগে অখ্যাত এই ব্যাটসম্যান ১১ ম্যাচে করেছেন ৪১৮ রান। সেরা পাচে তিনি ছাড়াও আছেন শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুল। নাসিরের জন্য শুভ কামনা রইল।

অনেক দিন শীর্ষ পাঁচে থাকলেও ধারাবাহিকতার অভাবে তিনি এখন ৭ এ আছেন। পাঠক আমাদের দেশের বিপিএল জমানোর জন্য কোন জঙ্গি রাষ্ট্র লাগবে না। আমার দেশের সোনার ছেলেরাই বিপিএল জমানোর জন্য যথেষ্ট। সময় থাকলে নিচের সারণি থেকে বিপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যানের নাড়ি নক্ষত্র জেনে নিতে পারেন। Player Mat Runs HS Ave SR 100 50 4s 6s Shamsur Rahman 11 418 98* 46. 316 132.27 0 6 36 15 (Rangpur Riders) Shahriar Nafees 12 395 102* 35. 335 117.91 1 3 52 4 (Khulna Royal Bengals) BJ Hodge 9 345 70* 43. 250 138.00 0 4 38 13 (Barisal Burners) Mohammad Ashraful 11 333 103* 33. 274 121.53 1 1 37 8 (Dhaka Gladiators) BRM Taylor 10 327 69* 40. 261 125.28 0 4 35 9 (Chittagong Kings) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।