আমাদের কথা খুঁজে নিন

   

পারবো, পারবো পারবো

নিতান্তই আজাইড়া মানুষ আমি। অনেকদিন পর আজ টিভির সামনে বসলাম। দেখি একটু পর পর একটা বাচ্চা চিল্লায়, “ পারবো, পারবো পারবো” দেইখা পেট ফাইটা হাসি আসলো। দুধ খাবে সোনামনিরা আর কনফিডেন্স বাড়বে আম্মুদের! বাহ্ বাহ্! আর কি বাকি থাকলো? বিজ্ঞাপণটিতে দেখানো হয়েছে, একটা বাচ্চা সব জায়গায় যেয়ে পাকনামী করে, সবকিছু করার মতো সাহস রাখে কারন, “আম্মু বলেছে আমি পারবো” হায়রে, আকালের এই দিনে এমনেই বাচ্চাগুলার উপর মায়েরা প্রেশার চাপাইয়া দেয়। যেভাবেই হোক সব জায়গায় ফার্ষ্ট হওয়া লাগবে! আর এখন তো এক গ্লাস দুধ খাওয়াইয়াই মা বলবে, “ সাবাস! এখন তুই সব পারবি বাবা, আর না পারলে... ” অনেক আগে একটা জোক শুনছিলাম, এক পিচ্চি জানালা দিয়া হিসু করে নিচের রাস্তার পথিকদের গা ভিজিয়ে দেয়। একদিন, এক লোক রেগে দিয়ে বললো- “এই দুষ্ট ছেলে, তুমি যে এইসব আকাম করো আম্মু জানে? ” পিচ্চি ভালোমানুষের মতো বললো, “ হুম আঙ্কেল, আমি তো আম্মুকে বল্লাম- Mom, can I pee out the window? মা বলেছে- yes yes yes! কারন, সেই মুহুর্তে ছেলেটার আম্মু এক বিশেষ আনন্দ উপভোগ করছিলো। তাই বন্ধ দরজার ওপাশ থেকে ছেলে ভেবেছে মা অনুমুতি দিয়ে দিয়েছে। লুল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.