আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যবিত্ত

যে মুখ নিয়ত পালায়......।। সকাল বেলায় বাজার ফেরতা আমি দেখি উর্দি পড়া পুলিশ দ্রুতগামী পাড়ার বৃদ্ধ অধ্যাপককে ভ্যানে তে নিচ্ছে তুলে ছাত্রদের মানুষ হতে শেখাচ্ছিলেন বলে। মাছের মত নিথর চোখে দেহলামই না কিছুই বললাম না আমি একদিন দেখি পোলিওতে ভোগা কেদার আমার ছোট ছেলের আকার টিচার উর্দিপড়া মানুষ গুলো এল নির্মভাবে সন্তাসবাদী অভিযোগে তার কঠিন শাস্তি হবে ভ্যানে তুলে নিতে দেখলাম তাকে আমি শান্তিকামী না কিছু বললাম না আমি মনে মনে ভাবি আমি তো ছাপোষা আমার কীসের দায় ছেলে বউ নিয়ে সংসার যেন এভাবেই কেটে যায় একদিন, হ্যা একদিন দেখি বাড়ির সামনে প্রতিবেশীদের ভীড় উর্দিপড়া মানুষগুলো সারি সারি দিয়ে স্থির কুকুরের মত টেনে নিয়ে গেল কুকুরের মত টেনে নিয়ে গেল তুলল ভ্যানের খিল কে যেন দিয়েছে নিদান আমি প্রতিক্রিয়াশীল প্রতিবেশীদের কাছে চাইলাম সমব্যথা শ্বান্তনা না, কেউ কিছুই বলল না। -মধ্যবিত্ত -নচিকেতা। লিংক- ডাউনলোড পরিস্থিতি দেখে এই গান মনে পড়ে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।