আমাদের কথা খুঁজে নিন

   

জানিস, দ্রিমিত

রোদ ভেঙ্গেছে আজ। জানিস দ্রিমিত তুই - এরকম বলে যারা খুব 'বাঁচবো না তুমি ছাড়া', 'চিরদিন পাশে থেকো প্রিয়ে' আদৌ সত্যি শিল্প নাকি আবেগের জলে দিয়ে ডুব ঝরায় কথার কথা । ভালোবাসা মাপবি কি দিয়ে ? আসলে তো সত্যি' প্রেম গোপনে জ্বলতে থাকা আলো ! ভালোবাসা তো অদম্য গতি - জানি নেই তার কোনো লাগাম লাগানো পায়ে । দরকার আছে মুখে বলা ? মেকি অলঙ্কার রেখে যদি পারো তুমি মেয়ে, শোনো বৃক্ষের মতন বেসো ভালো, ঘাসেদের পায়ে চলা পথে পিঁপড়ের কানে বাতাস যেমন কয় - 'ভালো?'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।